ইআবিতে চার দিনব্যাপী আরবি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৮:১৩
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী আরবি ভাষার শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। ছবি : বাসস

ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে (ইআবি) চার দিনব্যাপী আরবি ভাষার শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এবং সৌদি আরবের রিয়াদস্থ ‘কিং সালমান গ্লো¬বাল একাডেমি ফর এ্যারাবিক ল্যাঙ্গুয়েজ’ যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় সৌদি আরব থেকে আগত বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ অংশ নেন। এছাড়াও কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, রেজিস্ট্রার মো. আইউব হোসেন ও পরিকল্পনা বিভাগের পরিচালক প্রফেসর ড. রফিক আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরবি ভাষার বিশ্বব্যাপী প্রসার ও শিক্ষকদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ভাইস চ্যান্সেলর বলেন, “আরবি ভাষা কেবল ধর্মীয় শিক্ষার মাধ্যম নয়, এটি আন্তর্জাতিক যোগাযোগ ও জ্ঞানচর্চার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিক্ষকরা আরবি ভাষার গভীরতা ও শিক্ষণ কৌশল আয়ত্ত করতে সক্ষম হবেন, যা দেশে আরবি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

২৮ থেকে ৩১ জুলাই চার দিনব্যাপী আয়োজিত কর্মশালায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এছাড়াও ২৯ ও ৩০ জুলাই দুই দিনব্যাপী আরো একটি প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কর্মশালা অনুষ্ঠিত হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন গ্রন্থাগার থেকে দুর্লভ চীনা পাণ্ডুলিপি ধার নেন পাঠক, ফেরত দেন নকল
কুড়িগ্রামে যৌথ অভিযানে মাদক জব্দ, কারবারি আটক
তৃষ্ণার হ্যাটট্রিকে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় বৃদ্ধ নিহত
স্বাস্থ্যখাতে বন্ধুত্বপূর্ণ ও কল্যাণকর উদ্যোগের জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা : স্বাস্থ্য উপদেষ্টা
বাড়ি ভাড়া বাড়ানোর অভিযোগে পদত্যাগ করলেন বৃটিশ মন্ত্রী রুশনারা আলী
পাকিস্তানের বিপক্ষে ৩৪ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের মিশনে ওয়েস্ট ইন্ডিজ
চট্টগ্রাম নগরীর ২৫ পয়েন্টে রোববার শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি 
বিদেশি রামবুটান চাষে সফল দিনাজপুরের আব্দুর রহমান 
নির্বাচন বানচালে পতিত স্বৈরাচার সহিংস ঘটনার অবতারণা করতে পারে : হাফিজ উদ্দিন আহমেদ
১০