সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৯:০৫ আপডেট: : ২৮ জুলাই ২০২৫, ১৯:০৮

সাতক্ষীরা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি ও ওষুধসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, ভোমরা, তলুইগাছা, পদ্মশাখরা, বাঁকাল চেকপোস্ট, কাকডাঙ্গা, সুলতানপুর ও চন্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির বিশেষ অভিযানিক দল কাপালীপাড়া নামক স্থান হতে ও তলুইগাছা বিওপির বিশেষ অভিযানিক দল মজুমদার খাল নামক স্থান হতে ভারতীয় ওষুধ, পদ্মশাখরা বিওপির বিশেষ অভিযানিক দল পদ্মশাখরা ফুটবল মাঠ নামক স্থান হতে ভারতীয় বোরকা, বাঁকাল চেকপোস্ট এর অভিযানিক দল শ্রীরামপুর  নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং ভোমরা বিওপির বিশেষ অভিযানিক দল লক্ষীদাড়ি নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির বিশেষ অভিযানিক দল গোয়ালপাড়া মাঠ নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল ছবেদার মোড় ও মজুমদার ব্রিজ নামক স্থান হতে ভারতীয় শাড়ি, চান্দুড়িয়া বিওপির বিশেষ অভিযানিক দল চান্দুড়িয়া মাঠ নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং সুলতানপুর বিওপির বিশেষ অভিযানিক দল আমবাগান নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ছয়লাখ ৫৯ হাজার পাঁচশ’ টাকা।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, চোরাকারবারিরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করত পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
দক্ষিণ সুদানে নৌবাহিনীর ১৯৯ সদস্য পেয়েছেন শান্তিরক্ষা পদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির কর্মপরিকল্পনা
নেপাল-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে বৈঠক অনুষ্ঠিত
১০