সাম্প্রতিক দুর্ঘটনায় নিহতদের সমাধীতে বিমানবাহিনীর শ্রদ্ধাজ্ঞাপন

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ২০:৩৭
সোমবার বিমান বাহিনীর প্রতিনিধিদল দুর্ঘটনায় নিহত গাজীপুরের কোমলমতি শিক্ষার্থীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে। ছবি: আইএসপিআর

ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের নির্দেশে বিমানবাহিনীর প্রতিনিধি দল আজ সোমবার সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত গাজীপুরের কোমলমতি শিক্ষার্থী আব্দুল মুবাশ্বির মাকিন, সায়মা আক্তার, আফসানা আক্তার প্রিয়া, টাঙ্গাইলের মেহনাজ আফরিন হুমায়রা, তানভীর আহমেদ, রাঙ্গামাটির উক্যছাইং মারমা এরিকশন এবং ভোলার মাসুমা বেগমের (মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সহায়ক) সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছে।

বিমানবাহিনীর প্রতিনিধি দল মরহুম ও মরহুমাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও, বিমানবাহিনীর পৃথক একটি প্রতিনিধি দল নিহত কোমলমতি শিক্ষার্থী আব্দুল্লাহ শামীম ও অভিভাবক লামিয়া আক্তার সোনিয়ার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে, শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে। 

প্রতিনিধি দলসমূহ শোকাহত পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে সর্বদা পাশে থাকার এবং বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

বাংলাদেশ বিমানবাহিনী সবসময়ই দেশের জনগণের পাশে রয়েছে এবং সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্রীন ডেল্টা ও রূপায়ন হাউজিংয়ে দুদকের অভিযান
গণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজি’রা আবার রাজপথে নামবে : মঞ্জু
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫০৭ জন গ্রেফতার 
বাহার ও তার কন্যার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা ফ্রিজ করেছে সিআইডি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালের ১৫টি মামলায় চার্জশিট
ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন
জিয়াউর রহমান সাড়ে ৩ বছরে দেশে আমূল পরিবর্তন করেছিলেন : ফরহাদ হালিম ডোনার
কুমিল্লায় ছাত্রদের পুনরায় সংগঠিত হওয়ার দিন
নতুন সৌদি রাষ্ট্রদূতের সাথে মীর নাছিরের সৌজন্য সাক্ষাৎ
১০