নতুন সৌদি রাষ্ট্রদূতের সাথে মীর নাছিরের সৌজন্য সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ২১:৪৯
সোমবার সৌদি দূতাবাসে রাষ্ট্রদূতের সাথে বিএনপি'র ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। ছবি: বাসস

ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশে সৌদি আরবের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়াবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। 

আজ দুপুরে সৌদি দূতাবাসে রাষ্ট্রদূতের সাথে বিএনপি নেতার এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মীর নাসির ১৯৯৪ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

সাক্ষাৎকালে তারা মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনকে আরও জোরদার করার জন্য পরস্পরের প্রতি আহ্বান জানান। 

মীর নাছির বলেন, ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সৌদি আরবের সাথে বাংলাদেশের জনগণের মধ্যে অত্যন্ত সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। 

মীর নাছির বলেন, ১৯৯৪ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত তিনি সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে ভ্রাতৃত্বের উপহারস্বরূপ সৌদি বাদশা বাংলাদেশে সম্পূর্ণ সৌদি অর্থায়নে ৭০টি মডেল মসজিদ তৈরি করে দিয়েছিলেন। মীর নাছির এ জন্য সৌদি বাদশা ও সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানিকগঞ্জে ট্রাক ও সিএনজির সংঘর্ষে একজন নিহত, আহত ২ 
বুধবার রাতে ফ্লোটিলা ইসরাইলের নৌ অবরোধের কবলে পড়তে পারে
চট্টগ্রাম বন্দরে ১৪ অক্টোবর মধ্যরাত থেকে আদায় হবে বর্ধিত ট্যারিফ
বরিশালে আগৈলঝারার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন বিএনপি নেতৃবৃন্দ
রাঙামাটির নানিয়ারচরে নৌকা ডুবিতে দুই কলেজ ছাত্র নিখোঁজ
আগামী বছর টেনিসকে বিদায় জানাচ্ছেন মনফিলস
সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে : হাসনাত আব্দুল্লাহ
মানিলন্ডারিংয়ের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে সিআইডি’র মামলা
বঙ্গোপসাগরে নিম্নচাপের শঙ্কা, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
নেপালকে শেষ টি২০’তে পরাজিত করে হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ
১০