গ্রীন ডেল্টা ও রূপায়ন হাউজিংয়ে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০০:০৬

ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : প্রতারণা করে গ্রাহকের অর্থ আত্মসাত করাসহ নানাবিধ অভিযোগে গ্রীন ডেল্টা হাউজিং এবং রূপায়ন হাউজিংয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুদক জানায়, গ্রীণ ডেল্টা হাউজিং এবং রূপায়ন হাউজিং  অভিযানে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং হাউজিংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণ করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীদের বক্তব্য গ্রহণ করে দুদক টিম।

এদিকে, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে নানা হয়রানি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে  দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানকালে টিমের সদস্যরা ছদ্মবেশে বিভিন্ন সেবা গ্রহণ করেন এবং সেবা প্রদান পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

এছাড়াও, হাসপাতালের বিভিন্ন মালামালের রেজিস্টারের সাথে বাস্তব মালামালের তথ্য, রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার মেন্যু, ওষুধের বরাদ্দ ও বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে সেবাগ্রহিতাদের বক্তব্য গ্রহণ করা হয় এবং তৎপ্রেক্ষিতে সেবার মান বৃদ্ধির জন্য পরামর্শ দেয়া হয়।

অভিযানকালে সংগৃহীত তথ্যাবলি বিস্তারিতভাবে যাচাই করে টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানিকগঞ্জে ট্রাক ও সিএনজির সংঘর্ষে একজন নিহত, আহত ২ 
বুধবার রাতে ফ্লোটিলা ইসরাইলের নৌ অবরোধের কবলে পড়তে পারে
চট্টগ্রাম বন্দরে ১৪ অক্টোবর মধ্যরাত থেকে আদায় হবে বর্ধিত ট্যারিফ
বরিশালে আগৈলঝারার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন বিএনপি নেতৃবৃন্দ
রাঙামাটির নানিয়ারচরে নৌকা ডুবিতে দুই কলেজ ছাত্র নিখোঁজ
আগামী বছর টেনিসকে বিদায় জানাচ্ছেন মনফিলস
সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে : হাসনাত আব্দুল্লাহ
মানিলন্ডারিংয়ের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে সিআইডি’র মামলা
বঙ্গোপসাগরে নিম্নচাপের শঙ্কা, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
নেপালকে শেষ টি২০’তে পরাজিত করে হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ
১০