গ্রীন ডেল্টা ও রূপায়ন হাউজিংয়ে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০০:০৬

ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : প্রতারণা করে গ্রাহকের অর্থ আত্মসাত করাসহ নানাবিধ অভিযোগে গ্রীন ডেল্টা হাউজিং এবং রূপায়ন হাউজিংয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুদক জানায়, গ্রীণ ডেল্টা হাউজিং এবং রূপায়ন হাউজিং  অভিযানে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং হাউজিংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণ করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীদের বক্তব্য গ্রহণ করে দুদক টিম।

এদিকে, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে নানা হয়রানি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে  দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানকালে টিমের সদস্যরা ছদ্মবেশে বিভিন্ন সেবা গ্রহণ করেন এবং সেবা প্রদান পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

এছাড়াও, হাসপাতালের বিভিন্ন মালামালের রেজিস্টারের সাথে বাস্তব মালামালের তথ্য, রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার মেন্যু, ওষুধের বরাদ্দ ও বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে সেবাগ্রহিতাদের বক্তব্য গ্রহণ করা হয় এবং তৎপ্রেক্ষিতে সেবার মান বৃদ্ধির জন্য পরামর্শ দেয়া হয়।

অভিযানকালে সংগৃহীত তথ্যাবলি বিস্তারিতভাবে যাচাই করে টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্রীন ডেল্টা ও রূপায়ন হাউজিংয়ে দুদকের অভিযান
গণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজি’রা আবার রাজপথে নামবে : মঞ্জু
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫০৭ জন গ্রেফতার 
বাহার ও তার কন্যার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা ফ্রিজ করেছে সিআইডি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালের ১৫টি মামলায় চার্জশিট
ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন
জিয়াউর রহমান সাড়ে ৩ বছরে দেশে আমূল পরিবর্তন করেছিলেন : ফরহাদ হালিম ডোনার
কুমিল্লায় ছাত্রদের পুনরায় সংগঠিত হওয়ার দিন
নতুন সৌদি রাষ্ট্রদূতের সাথে মীর নাছিরের সৌজন্য সাক্ষাৎ
১০