স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়কে চাকরি থেকে বরখাস্ত

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২১:০৩

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস): স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব (পরে পাট মন্ত্রণালয়ে যোগদানকৃত) ধনঞ্জয় কুমার দাসকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই বরখাস্তের কথা জানানো হয়।

জনপ্রশাসন সচিব বলেন, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে গত ৩১ আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক পদে বদলি করা হয়। তিনি সেখানে যোগদানের পর আবারো তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। কিন্তু তিনি জনপ্রশাসনে আর যোগদান করেননি। তিনি ৩ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার অনুপস্থিতি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর ২(চ) অনুসারে ‘পলায়ন’ এর পর্যায়ভুক্ত অপরাধ।

সরকারি আদেশ অমান্য করে বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে তেজগাঁও থানায় ফৌজদারি মামলা রুজু হয়েছে। তাকে এ বিষয়ে নোটিশ করা হলেও তিনি কোনো জবাব না দেওয়ায় সরকারি কর্মকমিশনের সুপারিশক্রমে চাকরি থেকে বরখাস্তকরণ নামীয় গুরুদণ্ড প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিষয়ক বৈঠক চলছে
ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ
কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের সমাপনী ও পুরস্কার বিতরণ
আগামী ৩ কার্যদিবসে দপ্তর সমূহে ওয়েবসাইট না থাকার ব্যাখা চেয়েছে মাউশি
পাবনায় রাইস এজেন্সির মালিকের কাছে চাঁদা দাবি, আটক ২
২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
১০