স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়কে চাকরি থেকে বরখাস্ত

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২১:০৩

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস): স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব (পরে পাট মন্ত্রণালয়ে যোগদানকৃত) ধনঞ্জয় কুমার দাসকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই বরখাস্তের কথা জানানো হয়।

জনপ্রশাসন সচিব বলেন, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে গত ৩১ আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক পদে বদলি করা হয়। তিনি সেখানে যোগদানের পর আবারো তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। কিন্তু তিনি জনপ্রশাসনে আর যোগদান করেননি। তিনি ৩ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার অনুপস্থিতি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর ২(চ) অনুসারে ‘পলায়ন’ এর পর্যায়ভুক্ত অপরাধ।

সরকারি আদেশ অমান্য করে বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে তেজগাঁও থানায় ফৌজদারি মামলা রুজু হয়েছে। তাকে এ বিষয়ে নোটিশ করা হলেও তিনি কোনো জবাব না দেওয়ায় সরকারি কর্মকমিশনের সুপারিশক্রমে চাকরি থেকে বরখাস্তকরণ নামীয় গুরুদণ্ড প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহানবমী উদযাপিত
ফিলিপাইনের ভূমিকম্পে অন্তত ৬০ জনের বেশি প্রাণহানি 
ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা 
এফবিআই পরিচালক ক্যাশ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়েছেন
গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট
ভোলা উপকূলে নদনদী উত্তাল, ঝড়
পূজামণ্ডপ পরিদর্শনে খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার
প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ড
ডেনমার্কে রহস্যময় ড্রোনকে কেন্দ্র করে প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনা ইইউ নেতাদের
কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে ১৪ ডাকাত গ্রেফতার
১০