ঢাকা, ২৯ জুলাই, ২০২৫(বাসস) : ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কিছু অফিস ও প্রতিষ্ঠানে ওয়েবসাইট না থাকায় আগামী ৩ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ( মাউশি) ।
আজ মঙ্গলবার ২৯ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা নির্দেশিকা ২০২৪-২৫ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অফিস বা প্রতিষ্ঠান সমূহের প্রধান প্রতিশ্রুতি হালনাগাদ পূর্বক কাল নাগাদকৃত সেবা প্রদান প্রতিশ্রুতি সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থার ওয়েবসাইটে আপলোড ও প্রদর্শন নিশ্চিত করণের নির্দেশনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতদসত্বেও লক্ষ্য করা যাচ্ছে যে অধিদপ্তরের আওতাধীন বেশ কিছু দপ্তরে ওয়েবসাইট নেই। তার আওতাধীন যে সকল অধিদপ্তরে ওয়েবসাইট নেই সে সকল দপ্তর প্রধানকে ওয়েবসাইট না থাকার কারণ ব্যাখ্যাকরণ এবং ওয়েবসাইট তৈরির বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কি না তা আগামী তিন-কার্য দিবসের মধ্যে জানাানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য এর আগে ১৪ জুলাই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মাউশি।