নাটোরে ‘স্ট্রিট মেমোরী স্ট্যাম্প’ স্থাপনের কাজ শুরু

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৫:৩৮
নাটোরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরী স্ট্যাম্প’ স্থাপনের কাজ শুরু। ছবি : বাসস

নাটোর, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরী স্ট্যাম্প’ স্থাপনের কাজ শুরু হয়েছে। চার শহীদের প্রাণ হারানো স্থানটিতে স্মৃতি ফলক নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

জুলাই গণঅভ্যুত্থানে নাটোর জেলার আটজন শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে শহীদ হৃদয় আহমেদ সাভারের মুক্তির মোড়ে, শহীদ সোহেল রানা সভারের বাইপাইলে এবং শহীদ রমজান আলী গাজীপুরে শহীদ হন। অবশিষ্ট পাঁচজন নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের শহরে পিটিআই সড়ক এলাকার বাড়িতে অগ্নিদগ্ধ হন ৫ আগস্ট। অগ্নিদগ্ধদের মধ্যে গুরুতর আহত মেহেদী হাসান রবিনকে উদ্ধার করে ঢাকায় নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার একটি হাসপাতালে শহীদ হন। অগ্নিদগ্ধ অবশিষ্ট চারজনের মরদেহ উদ্ধার হয় ওই বাড়ি থেকে ৬ আগস্ট। এই চার শহীদ হলেন, শহীদ শাওন খান সিয়াম, শহীদ মিকদাদ হোসেন খান আকিব, শহীদ শরিফুল ইসলাম মোহন এবং শহীদ ইয়াসিন আলী।

আইসিটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের সীমানা প্রাচীরের সাথে চারটি স্ট্রিট মেমোরী স্ট্যাম্প নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে পঞ্চাশ শতাংশ কাজ শেষ হয়েছে। মূল স্মৃতি ফলকগুলো বা স্ট্যাম্প সাত ফুট উচ্চতায় অবস্থান করবে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে শহীদ শাওন খান সিয়াম, শহীদ মিকদাদ হোসেন খান আকিব, শহীদ শরিফুল ইসলাম মোহন এবং শহীদ ইয়াসিন আলী’র স্মরণে পৃথকভাবে চারটি স্ট্রিট মেমোরী স্ট্যাম্প নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১, আহত অন্তত ৪০
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা ৩,১৯২টি
অক্টোবরে আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প: মালয়েশীয় প্রধানমন্ত্রী
বরিশালে ৯ দফা দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন
নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত
কারিগরি ত্রুটির কারণে যুক্তরাজ্যের ১২০টিরও বেশি ফ্লাইট বিপর্যয়
চুয়াডাঙ্গায় মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা
দেশের অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা
কুমিল্লায় জুলাই স্মরণে শহীদ পরিবারকে স্মারক ও সম্মাননা প্রদান
টেকসই ভবিষ্যতের জন্য তরুণদের ক্ষমতায়নে গুরুত্বারোপ নেপালি রাষ্ট্রদূতের
১০