নাটোরে ‘স্ট্রিট মেমোরী স্ট্যাম্প’ স্থাপনের কাজ শুরু

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৫:৩৮
নাটোরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরী স্ট্যাম্প’ স্থাপনের কাজ শুরু। ছবি : বাসস

নাটোর, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরী স্ট্যাম্প’ স্থাপনের কাজ শুরু হয়েছে। চার শহীদের প্রাণ হারানো স্থানটিতে স্মৃতি ফলক নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

জুলাই গণঅভ্যুত্থানে নাটোর জেলার আটজন শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে শহীদ হৃদয় আহমেদ সাভারের মুক্তির মোড়ে, শহীদ সোহেল রানা সভারের বাইপাইলে এবং শহীদ রমজান আলী গাজীপুরে শহীদ হন। অবশিষ্ট পাঁচজন নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের শহরে পিটিআই সড়ক এলাকার বাড়িতে অগ্নিদগ্ধ হন ৫ আগস্ট। অগ্নিদগ্ধদের মধ্যে গুরুতর আহত মেহেদী হাসান রবিনকে উদ্ধার করে ঢাকায় নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার একটি হাসপাতালে শহীদ হন। অগ্নিদগ্ধ অবশিষ্ট চারজনের মরদেহ উদ্ধার হয় ওই বাড়ি থেকে ৬ আগস্ট। এই চার শহীদ হলেন, শহীদ শাওন খান সিয়াম, শহীদ মিকদাদ হোসেন খান আকিব, শহীদ শরিফুল ইসলাম মোহন এবং শহীদ ইয়াসিন আলী।

আইসিটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের সীমানা প্রাচীরের সাথে চারটি স্ট্রিট মেমোরী স্ট্যাম্প নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে পঞ্চাশ শতাংশ কাজ শেষ হয়েছে। মূল স্মৃতি ফলকগুলো বা স্ট্যাম্প সাত ফুট উচ্চতায় অবস্থান করবে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে শহীদ শাওন খান সিয়াম, শহীদ মিকদাদ হোসেন খান আকিব, শহীদ শরিফুল ইসলাম মোহন এবং শহীদ ইয়াসিন আলী’র স্মরণে পৃথকভাবে চারটি স্ট্রিট মেমোরী স্ট্যাম্প নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান
দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ড. জুলিয়া মঈন প্রধান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নতুন মহাপরিচালক
চলতি বছর নগরীতে জলাবদ্ধতা কমেছে : ডিএনসিসি প্রশাসক
১০