নাটোরে ‘স্ট্রিট মেমোরী স্ট্যাম্প’ স্থাপনের কাজ শুরু

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৫:৩৮
নাটোরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরী স্ট্যাম্প’ স্থাপনের কাজ শুরু। ছবি : বাসস

নাটোর, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরী স্ট্যাম্প’ স্থাপনের কাজ শুরু হয়েছে। চার শহীদের প্রাণ হারানো স্থানটিতে স্মৃতি ফলক নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

জুলাই গণঅভ্যুত্থানে নাটোর জেলার আটজন শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে শহীদ হৃদয় আহমেদ সাভারের মুক্তির মোড়ে, শহীদ সোহেল রানা সভারের বাইপাইলে এবং শহীদ রমজান আলী গাজীপুরে শহীদ হন। অবশিষ্ট পাঁচজন নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের শহরে পিটিআই সড়ক এলাকার বাড়িতে অগ্নিদগ্ধ হন ৫ আগস্ট। অগ্নিদগ্ধদের মধ্যে গুরুতর আহত মেহেদী হাসান রবিনকে উদ্ধার করে ঢাকায় নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার একটি হাসপাতালে শহীদ হন। অগ্নিদগ্ধ অবশিষ্ট চারজনের মরদেহ উদ্ধার হয় ওই বাড়ি থেকে ৬ আগস্ট। এই চার শহীদ হলেন, শহীদ শাওন খান সিয়াম, শহীদ মিকদাদ হোসেন খান আকিব, শহীদ শরিফুল ইসলাম মোহন এবং শহীদ ইয়াসিন আলী।

আইসিটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের সীমানা প্রাচীরের সাথে চারটি স্ট্রিট মেমোরী স্ট্যাম্প নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে পঞ্চাশ শতাংশ কাজ শেষ হয়েছে। মূল স্মৃতি ফলকগুলো বা স্ট্যাম্প সাত ফুট উচ্চতায় অবস্থান করবে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে শহীদ শাওন খান সিয়াম, শহীদ মিকদাদ হোসেন খান আকিব, শহীদ শরিফুল ইসলাম মোহন এবং শহীদ ইয়াসিন আলী’র স্মরণে পৃথকভাবে চারটি স্ট্রিট মেমোরী স্ট্যাম্প নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০