পিরোজপুরে হত্যা মামলায় তিনব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৫:৫১

পিরোজপুর, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ জামাল হাওলাদার হত্যা মামলায় তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় প্রদান করেন। 

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন-পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলী শেখের ছেলে মজিবর শেখ, একই উপজেলার কুমিরমারা গ্রামের মোখলেছ হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার এবং মরিচাল গ্রামের মৃত খালেক শেখের ছেলে মো. মাহাবুব।
 
এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আবুল কালাম আকন ও আসামী পক্ষে ছিলেন এডভোকেট আহসানুল কবীর বাদল।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ এপ্রিল পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের মৃত কাসেম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার ওই গ্রামের ফেরীঘাটে নিজ চায়ের দোকানে কাজ শেষে রাত ১০ টার দিকে  বাড়ি ফিরছিলো। পথিমধ্যে কুমিরমারা স্লুইচ গেট এলাকায় জামাল হাওলাদারের পথ রোধ করে আসামীরা ধারালো অস্ত্র ও রড দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল জামাল হাওলাদারের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই কামাল হাওলাদার বাদী হয়ে থানায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। 

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত বুধবার এ মামলার রায় প্রদান করেন। রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং নির্দোষ প্রমাণিত হওয়ায় ৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১, আহত অন্তত ৪০
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা ৩,১৯২টি
অক্টোবরে আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প: মালয়েশীয় প্রধানমন্ত্রী
বরিশালে ৯ দফা দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন
নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত
কারিগরি ত্রুটির কারণে যুক্তরাজ্যের ১২০টিরও বেশি ফ্লাইট বিপর্যয়
চুয়াডাঙ্গায় মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা
দেশের অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা
কুমিল্লায় জুলাই স্মরণে শহীদ পরিবারকে স্মারক ও সম্মাননা প্রদান
টেকসই ভবিষ্যতের জন্য তরুণদের ক্ষমতায়নে গুরুত্বারোপ নেপালি রাষ্ট্রদূতের
১০