পিরোজপুরে হত্যা মামলায় তিনব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৫:৫১

পিরোজপুর, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ জামাল হাওলাদার হত্যা মামলায় তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় প্রদান করেন। 

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন-পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলী শেখের ছেলে মজিবর শেখ, একই উপজেলার কুমিরমারা গ্রামের মোখলেছ হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার এবং মরিচাল গ্রামের মৃত খালেক শেখের ছেলে মো. মাহাবুব।
 
এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আবুল কালাম আকন ও আসামী পক্ষে ছিলেন এডভোকেট আহসানুল কবীর বাদল।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ এপ্রিল পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের মৃত কাসেম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার ওই গ্রামের ফেরীঘাটে নিজ চায়ের দোকানে কাজ শেষে রাত ১০ টার দিকে  বাড়ি ফিরছিলো। পথিমধ্যে কুমিরমারা স্লুইচ গেট এলাকায় জামাল হাওলাদারের পথ রোধ করে আসামীরা ধারালো অস্ত্র ও রড দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল জামাল হাওলাদারের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই কামাল হাওলাদার বাদী হয়ে থানায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। 

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত বুধবার এ মামলার রায় প্রদান করেন। রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং নির্দোষ প্রমাণিত হওয়ায় ৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলনবিলে পানি কমায় সরিষা চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা
বন্যপ্রাণী রক্ষায় প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হবে: পরিবেশ ও বন উপদেষ্টা
মালয়েশিয়া শীর্ষ সম্মেলনের মাধ্যমে ট্রাম্পের এশিয়া সফর শুরু
রাজশাহীতে হেরোইন উদ্ধার, নারীসহ আটক ২
লঘুচাপ ঘণীভূত হয়ে ঘূর্ণীঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা
যুক্তরাষ্ট্রের গোপন অভিযানের বিরুদ্ধে উপকূল রক্ষায় অঙ্গীকার ভেনিজুয়েলার
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬
বদরগঞ্জে গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটি
নারায়ণগঞ্জে নিরাপদ ব্যবসা পরিবেশের দাবি 
২২ দিন পর লক্ষ্মীপুরে মেঘনায় মাছ ধরা শুরু, দাম কম
১০