লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যু  

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৬:২৮

লালমনিরহাট, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার আদিতমারী উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যামিনী কান্ত রায় (৪০) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার দুপুরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যামিনী কান্ত রায় সারপুকুর ইউনিয়নের সবদল গ্রামের মৃত হেদাল চন্দ্র রায়ের ছেলে।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তারা হলেন—জগদীশ (৩০), রাশেদ (৩৫) ও সুজন (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যামিনী কান্ত রায় কাঠ মিস্ত্রী হিসেবে কাজ করতে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী গ্রামের মহর উদ্দিনের বাড়িতে যান। সেখানে ঘরের পুরাতন টিন খুলে মেরামতকালে একটি টিন বিদ্যুৎ সংযোগ থাকা তারের সঙ্গে স্পর্শ করে। এতে যামিনী কান্ত রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এসময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন অপর তিনজন মিস্ত্রী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের শোক
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
১০