লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যু  

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৬:২৮

লালমনিরহাট, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার আদিতমারী উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যামিনী কান্ত রায় (৪০) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার দুপুরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যামিনী কান্ত রায় সারপুকুর ইউনিয়নের সবদল গ্রামের মৃত হেদাল চন্দ্র রায়ের ছেলে।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তারা হলেন—জগদীশ (৩০), রাশেদ (৩৫) ও সুজন (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যামিনী কান্ত রায় কাঠ মিস্ত্রী হিসেবে কাজ করতে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী গ্রামের মহর উদ্দিনের বাড়িতে যান। সেখানে ঘরের পুরাতন টিন খুলে মেরামতকালে একটি টিন বিদ্যুৎ সংযোগ থাকা তারের সঙ্গে স্পর্শ করে। এতে যামিনী কান্ত রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এসময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন অপর তিনজন মিস্ত্রী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলনবিলে পানি কমায় সরিষা চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা
বন্যপ্রাণী রক্ষায় প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হবে: পরিবেশ ও বন উপদেষ্টা
মালয়েশিয়া শীর্ষ সম্মেলনের মাধ্যমে ট্রাম্পের এশিয়া সফর শুরু
রাজশাহীতে হেরোইন উদ্ধার, নারীসহ আটক ২
লঘুচাপ ঘণীভূত হয়ে ঘূর্ণীঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা
যুক্তরাষ্ট্রের গোপন অভিযানের বিরুদ্ধে উপকূল রক্ষায় অঙ্গীকার ভেনিজুয়েলার
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬
বদরগঞ্জে গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটি
নারায়ণগঞ্জে নিরাপদ ব্যবসা পরিবেশের দাবি 
২২ দিন পর লক্ষ্মীপুরে মেঘনায় মাছ ধরা শুরু, দাম কম
১০