লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যু  

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৬:২৮

লালমনিরহাট, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার আদিতমারী উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যামিনী কান্ত রায় (৪০) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার দুপুরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যামিনী কান্ত রায় সারপুকুর ইউনিয়নের সবদল গ্রামের মৃত হেদাল চন্দ্র রায়ের ছেলে।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তারা হলেন—জগদীশ (৩০), রাশেদ (৩৫) ও সুজন (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যামিনী কান্ত রায় কাঠ মিস্ত্রী হিসেবে কাজ করতে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী গ্রামের মহর উদ্দিনের বাড়িতে যান। সেখানে ঘরের পুরাতন টিন খুলে মেরামতকালে একটি টিন বিদ্যুৎ সংযোগ থাকা তারের সঙ্গে স্পর্শ করে। এতে যামিনী কান্ত রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এসময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন অপর তিনজন মিস্ত্রী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরের আমন ধানের অধিক ফলন
নাটোরের বাউয়েট ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত: গোলাম পরওয়ার
ভূমিকম্প: বংশালে ভবনের রেলিংয়ের ইট খসে ৩ পথচারী নিহত
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠপর্যায়ে কাজের নির্দেশ প্রধান উপদেষ্টার
গাছি ও চাষি সংকটে পটুয়াখালীর খেজুর রসের ঐতিহ্য হারানোর শঙ্কা
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
১০