ফেনী, ৩০ জুলাই, ২০২৫ইং (বাসস) : জেলার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে মন্ত্রণালয়ের প্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড এর পরিকল্পনা দপ্তর ও মাঠ দপ্তরের কর্মকর্তা এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এর প্রতিনিধিগণের সাথে স্থানীয় অংশীজনদের এই মতবিনিময় সভা হয়।
পানি সম্পদ মন্ত্রনালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক সাইফুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। সমীক্ষা প্রকল্পের উপর বিস্তারিত তুলে ধরেন, আইএমএম পরিচালক তপন কান্তি মজুমদার। আরো বক্তব্য দেন, পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ ছায়েদুজ্জামান ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পানি সম্পদ মন্ত্রনালয়ের উপ-সচিব যতন মারমা, পানি উন্নয়ন বোর্ডের ফেনী সার্কেলের সুপার হাসান মাহমুদ।
এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে দুর্ভোগ লাঘব হবে। এ কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, প্রস্তাবিত মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পূনর্বাসন (১ম পর্যায়) প্রকল্প বাস্তবায়িত হলে ফেনী জেলায় দীর্ঘমেয়াদী বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।