রাজবাড়ীতে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৭:৫০

রাজবাড়ী, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় বাবু খান নামে এক ব্যক্তিকে হত্যা মামলার ঘটনায় রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ আজ সকালে খোরশেদ সরদার ও শাজাহান সরদার নামে দুই ব্যাক্তিকে যাবজ্জীবন কারান্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ।

সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় দেন। রায় প্রদানের সময় দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ডলার ব্যবসার সূত্র ধরে ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে শরিয়তপুর জেলা থেকে ডেকে এনে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের একটি রসুন ক্ষেতে নিয়ে কুপিয়ে হত্যা করে। 

মামলাটির তদন্ত শেষে খোরশেদ সরদার ও শাজাহান সরদারের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ।

রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি এ্যাড. আব্দুর রাজ্জাক বলেন, ‘এই হত্যাকান্ডটি একটি অজ্ঞাত হত্যাকান্ড ছিল। কিন্তু পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করে মামলাটির রহস্য উদঘাটন করে আদালতে উপস্থাপন করে। আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্ত দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। আমরা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বকাপের প্রস্তুতিতে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল
ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালকের বিরুদ্ধে দুদকের অভিযান 
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
সলিমুল্লাহ মেডিকেল কলেজে আধুনিক সুবিধা সম্বলিত হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন স্বাস্থ্য উপদেষ্টার
সিলেটের ‘রাংপানি’ একটি অনাবিষ্কৃত পর্যটন এলাকা
শ্রীলঙ্কার মোস্ট ওয়ান্টেড ব্যক্তি ইন্দোনেশিয়ায় গ্রেফতার
সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা  
বুয়েটের সব পরীক্ষা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
নওগাঁয় পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত
শিক্ষা ভবন-এয়ারপোর্ট ৭টি ইন্টারসেকশনে ট্রাফিক লাইট চালুর পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে
১০