কিশোরগঞ্জে পানিতে ডুবে দুইশিশুর মৃত্যু 

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৯:২৪

কিশোরগঞ্জ, ৩০ জুলাই, ২০২৫ (বাসস): জেলার করিমগঞ্জ উপজেলায় আজ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাইফা (১০) ও মায়মুনা (৯) নামের দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার দুপুরে করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামের পাশে নরসুন্দা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত শিশু সাইফা করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের রতন মিয়ার মেয়ে এবং মায়মুনা একই এলাকার ইকলাস মিয়ার মেয়ে। সাইফা দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং মায়মুনা একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বিদ্যালয় ছুটির পরে সাইফা ও মায়মুনা বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে তারা বাড়ির পাশের নরসুন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।দুই শিশুকে দীর্ঘ সময় না দেখে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরে, স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৩টার দিকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান
দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ড. জুলিয়া মঈন প্রধান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নতুন মহাপরিচালক
চলতি বছর নগরীতে জলাবদ্ধতা কমেছে : ডিএনসিসি প্রশাসক
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
ইসির ৬১ কর্মকর্তা বদলি
জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : ইইউ রাষ্ট্রদূত
নেপালের সাবেক প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে 
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নোবিপ্রবিতে ‘লাইন ফলোয়িং রোবট অবস্ট্যাকল এভয়েডিং রোবট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
১০