সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৯:৫২
ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ । ছবি : বাসস

সাতক্ষীরা, ৩০ জুলাই ২০২৫ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শাড়ি ও ওষুধসহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, পদ্মশাখরা, তলুইগাছা, কুশখালী, কাঁকডাঙ্গা, সুলতানপুর এবং ব্যাটালিয়ন সদর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ঘোষপাড়া নামক স্থান হতে ভারতীয় শাড়ি, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মন্দির রোড নামক স্থান হতে ভারতীয় বোরকা, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল তেতুলবাড়ি নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ এবং কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ১৪ বোতল ভারতীয় মদ জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মুজুরদারের খাল ও কেড়াগাছি মোড় নামক স্থান হতে ভারতীয় শাড়ি ওষুধ, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল গোয়ালপাড়া নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ,  সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল তালসারি নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল চান্দা আমবাগান নামক স্থান হতে ভারতীয় বিভিন্ন ক্রিম জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক পাঁচলাখ ৮৬ হাজার নয়শ’ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা রাখা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পদ্মা সেতুর দুই প্রান্তে বিশেষ গ্রাফিতি অঙ্কন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
খাগড়াছড়িতে পানিবন্দীদের মধ্যে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ 
রাজবাড়ীতে পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচলে বাধা
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে সাভার ও মুন্সিগঞ্জে অভিযান
ট্রাম্পের মধ্যস্থতায় হোয়াইট হাউসে হচ্ছে আর্মেনিয়া-আজারবাইজান ঐতিহাসিক শান্তি চুক্তি
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আজীবন মনে রাখতে হবে: উপদেষ্টা আদিলুর
খাগড়াছড়িতে বিজিবির শিক্ষা উপকরণ বিতরণ
ট্রাম্প শিগগিরই পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন 
বাংলাদেশি গণমাধ্যম প্রতিনিধিদের চীনের কুনমিং হাসপাতাল পরিদর্শন
১০