আন্তঃদেশীয় অপরাধ দমনে বাংলাদেশ ও মালয়েশিয়া পুলিশের মধ্যে বৈঠক 

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ২০:৩৮
আন্তঃদেশীয় অপরাধ দমনে বাংলাদেশ ও মালয়েশিয়া পুলিশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। ছবি: বাংলাদেশ পুলিশ

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস): আন্তঃদেশীয় অপরাধ দমন, সন্ত্রাসবাদ, মানবপাচার ও অর্থপাচার রোধে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে বাংলাদেশ পুলিশ ও মালয়েশিয়া রয়েল পুলিশ।

আজ বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বাংলাদেশ পুলিশ ও মালয়েশিয়া রয়েল পুলিশের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানান।

বৈঠকে বাংলাদেশ পুলিশের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। মালয়েশিয়া পুলিশের পক্ষে নেতৃত্ব দেন মালয়েশিয়া রয়েল পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান আজমান বিন আব্দ. রাযাক।

প্রতিনিধিদলে মালয়েশিয়া রয়েল পুলিশের সাত সদস্য অংশগ্রহণ করেন।

বৈঠকে আইজিপি মালয়েশিয়া রয়েল পুলিশের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিরাজমান সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।

এ সময় সন্ত্রাসবাদ, মানবপাচার, অর্থপাচারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় দেশের পুলিশ যথাসময়ে তথ্য বিনিময় ও সহযোগিতা প্রদানের ক্ষেত্রে সক্রিয় থাকার প্রত্যাশা ব্যক্ত করে।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০