গণচেতনার দলিল ‘জুলাই আন্দোলন’-এর ভিডিও জাদুঘরে প্রেরণ করল সুপ্রিম কোর্ট

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ২৩:৩৩
ফাইল ছবি

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস): চব্বিশের ঐতিহাসিক ‘জুলাই আন্দোলন’-এর প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি আজ আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ প্রেরণ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য বাঁক হিসেবে বিবেচিত এই আন্দোলনের প্রেক্ষাপট, ঘটনাপ্রবাহ ও তাৎপর্য সংরক্ষণের লক্ষ্যে সুপ্রিম কোর্ট এই তথ্যনির্ভর ভিডিও ডকুমেন্টারিটি তৈরি করে। সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রসমাজ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সারা দেশে ন্যায়বিচার ও জবাবদিহিতার দাবিতে যে গণআন্দোলন শুরু হয়, তা ছিল একটি গণচেতনার জোরালো বহিঃপ্রকাশ। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এর প্রতিফলন ঘটে। আন্দোলনের উত্তেজনাকর পরিবেশে প্রধান বিচারপতির সরকারি বাসভবনের কিছু অংশে অনাকাঙ্ক্ষিত ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে।

এতে আরও বলা হয়, সেই সময়ের বাস্তবতা, রাজনৈতিক অভিঘাত ও জনগণের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়াকে প্রেক্ষাপটে তুলে ধরতেই ভিডিও ডকুমেন্টারিটি প্রস্তুত করা হয়। এটি নিছক একটি ঘটনার রূপায়ণ নয় বরং ইতিহাসের একটি জীবন্ত দলিল হিসেবে বিবেচিত হবে।

স্মৃতি জাদুঘরে প্রেরণের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আশা প্রকাশ করেছে, এই গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র যথাযথ গুরুত্বসহকারে সংরক্ষণ ও প্রদর্শন করা হবে। সুপ্রিম কোর্ট মনে করে এটি আগামী প্রজন্মের জন্য ইতিহাস সচেতনতা বৃদ্ধি ও নাগরিক দায়িত্ববোধ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০