সম্পূরক বৃত্তি ও জকসু নির্বাচনের দাবিতে জবিতে অবস্থান কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২০:০২

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও সম্পূরক বৃত্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও সম্পূরক বৃত্তির দাবি জানিয়েছেন তারা।

আজ সোমবার প্রশাসনিক ভবনের সামনে তারা এই দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় তারা জকসু ও সম্পূরক বৃত্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তবে বেলা ৩ টায় আজকের জন্য অবস্থান কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুজন চন্দ্র সুকুল বলেন, ‘জকসু আমাদের প্রাণের দাবি। এটা কবে আয়োজন করবে সেটা জানাতে হবে। এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়  ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দোহাই দিয়েছে, এখনতো সেসব বিশ্ববিদ্যালয়ে তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন আর কীসের বাধা ? অতিদ্রুত নির্দিষ্ট তারিখ ঘোষণা দিতে হবে। বিশ্ববিদ্যালয় আইনে না থাকলে, বিশেষ ব্যবস্থায় সেটি সংযোগ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সম্পূরক বৃত্তি কবে দিবে তা জানাতে হবে। এক রক্তক্ষয়ী আন্দোলনের আমরা প্রশাসনকে এনেছি। তারা যদি বলে, কাজ হচ্ছে বা হবে এভাবে চলবে না। তারা কেন পারছেনা ? সমস্যা কোথায় ? কোন অদৃশ্য শক্তি বাধা দিচ্ছে সেটা আমাদের জানাতে হবে।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, ‘সম্পূরক বৃত্তি এবং জকসু নিয়ে প্রশাসনের প্রহসন আর সহ্য করা হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থী বিরোধী প্রহসন চলছেই। সম্পূরক বৃত্তি কবে নাগাদ শিক্ষার্থীরা পাবে, তা পরিষ্কারভাবে জানাতে হবে, তা নিয়ে কোনো ধোঁয়াশা চলবে না। আগামী বৃহস্পতিবারের মধ্যে জকসু’র নীতিমালা সিন্ডিকেটে অনুমোদন দিয়ে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।’

উল্লেখ্য, গত ১৪ থেকে ১৬ মে ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লংমার্চ এবং অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে ৩ দফার মধ্যে একটি দফা ছিল সম্পূরক বৃত্তি, যা জুলাই মাস থেকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
চাঁদপুরের প্রতিভাবান ‘ক্ষুদে মেসি’ সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান 
চাঁদপুরে পিকআপভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১ হাজার ৬২২
অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হচ্ছে আজ
বারি উদ্ভাবিত নতুন জাতে ২৫% পতিত জমি চাষে সহায়ক হবে : বলছেন বিশেষজ্ঞরা
অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা
বিতর্কিত কীটনাশক বিল নিয়ে রায়ের অপেক্ষায় ফ্রান্স
‘রুশ বিরোধী প্রচারণার’ অভিযোগে ইতালীয় কূটনীতিককে তলব
এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হবে: ইসি
১০