সম্পূরক বৃত্তি ও জকসু নির্বাচনের দাবিতে জবিতে অবস্থান কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২০:০২

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও সম্পূরক বৃত্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও সম্পূরক বৃত্তির দাবি জানিয়েছেন তারা।

আজ সোমবার প্রশাসনিক ভবনের সামনে তারা এই দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় তারা জকসু ও সম্পূরক বৃত্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তবে বেলা ৩ টায় আজকের জন্য অবস্থান কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুজন চন্দ্র সুকুল বলেন, ‘জকসু আমাদের প্রাণের দাবি। এটা কবে আয়োজন করবে সেটা জানাতে হবে। এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়  ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দোহাই দিয়েছে, এখনতো সেসব বিশ্ববিদ্যালয়ে তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন আর কীসের বাধা ? অতিদ্রুত নির্দিষ্ট তারিখ ঘোষণা দিতে হবে। বিশ্ববিদ্যালয় আইনে না থাকলে, বিশেষ ব্যবস্থায় সেটি সংযোগ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সম্পূরক বৃত্তি কবে দিবে তা জানাতে হবে। এক রক্তক্ষয়ী আন্দোলনের আমরা প্রশাসনকে এনেছি। তারা যদি বলে, কাজ হচ্ছে বা হবে এভাবে চলবে না। তারা কেন পারছেনা ? সমস্যা কোথায় ? কোন অদৃশ্য শক্তি বাধা দিচ্ছে সেটা আমাদের জানাতে হবে।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, ‘সম্পূরক বৃত্তি এবং জকসু নিয়ে প্রশাসনের প্রহসন আর সহ্য করা হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থী বিরোধী প্রহসন চলছেই। সম্পূরক বৃত্তি কবে নাগাদ শিক্ষার্থীরা পাবে, তা পরিষ্কারভাবে জানাতে হবে, তা নিয়ে কোনো ধোঁয়াশা চলবে না। আগামী বৃহস্পতিবারের মধ্যে জকসু’র নীতিমালা সিন্ডিকেটে অনুমোদন দিয়ে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।’

উল্লেখ্য, গত ১৪ থেকে ১৬ মে ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লংমার্চ এবং অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে ৩ দফার মধ্যে একটি দফা ছিল সম্পূরক বৃত্তি, যা জুলাই মাস থেকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে
১০