লালমনিরহাটে অবৈধভাবে বালু উত্তোলন করায় কারাদণ্ড 

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২০:১১
অবৈধভাবে বালু উত্তোলন করায় কারাদণ্ড । ছবি : বাসস

লালমনিরহাট, ৪ আগস্ট ২০২৫ (বাসস): জেলার পাটগ্রাম উপজেলায় আজ ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে একব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার বেলা সাড়ে এগারোটায় পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের মাশানটারী এলাকায় অভিযান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ। 

দন্ডিত রাব্বি হাসান (২২) জেলার পাটগ্রাম উপজেলার উফারমারা এলাকার আবু সালামের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লংঘন করে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অভিযোগে রাব্বি হাসান নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

সোমবার দুপুরে পৃথক আরেকটি অভিযানে পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে পেট্রোলিয়াম আইনের বিধি লংঘন করে লাইসেন্স ব্যতীত ব্যবসা করার দায়ে মেসার্স হাশেম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা অর্থদণ্ড করা প্রদান করা হয়েছে। পাশাপাশি ওই প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রাপ্তির পূর্ব পর্যন্ত ক্রয়-বিক্রয় বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে একজনকে সাজা দেওয়া হয়েছে। অন্য একটি অভিযানে লাইসেন্স ব্যতীত ব্যবসা করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।


 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০