পাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:৩৩
ছবি : বাসস

ঢাকা, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরে অনুষ্ঠিত হলো এক বৃহৎ বিনামূল্যের চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প। 

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের সার্বিক তত্ত্বাবধানে এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসা পান দুই সহস্রাধিক চক্ষু রোগী।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই চিকিৎসা সেবা কার্যক্রম। সাইটসেভার্সের অর্থায়নে ব্র্যাক এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ১২ সদস্যের বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম রোগীদের চোখের পরীক্ষা, ছানি শনাক্তকরণ ও চিকিৎসা সেবা প্রদান করে।

চিকিৎসা শেষে যাদের ছানি ধরা পড়ে, তাদেরকে পর্যায়ক্রমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, কালো চশমা ও ১ মাসের ওষুধ সরবরাহ করা হবে। 

প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, যেমন- চোখের চাপ, রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদির মাধ্যমে রোগীর চোখের রোগ শনাক্ত করা হয়। প্রায় পাঁচ শতাধিক রোগীকে চূড়ান্তভাবে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার আলদীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র নেতা কে এম আশরাফুল আলম নান্নু, শেখ সামসুল আলম পিন্টু, যুবদল নেতা তহিদুজ্জামান মুকুল, ছাত্রদল সভাপতি সরজিৎ ঘোষ দেবেন, শেখ ইমাদুল ইসলাম, আবুল হোসেন, মাসুদুজ্জামান বাবু, তুষার কান্তি মন্ডল, শেখ আনারুল ইসলাম, তানভীর আলম, মহিলা দলের নেত্রী চুমকি, মীর শাফায়েত হোসেন, শাহ আলম, আকিজ উদ্দিন, শহিদুল ইসলাম, হুরায়রা বাদশা, শহিদুর রহমান, আজাহারুল ইসলাম গাজী, সুমন কাজী, শেখ আবদুল গফুর, জাহাঙ্গীর গাজী, শেখ বিল্লাল, গাজী জাহিদ, খান মাসুম, সাব্বির আহমেদ, মোস্তফা মোড়ল ও কবির গাজী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, সাংবাদিক মোস্তাফিজুর রহমান পারভেজ, শফিউল ইসলাম হাজারা, অলিউল ইসলাম শেখ, জহিরুল হাসান শাকিল, জাহিদ আলম এবং বিশিষ্ট চিকিৎসক ডা. হাফিজুর রহমান আশিক, ডা. আসিফ হাসান, ডা. হাবিবুল্লাহ, ডা. অয়ন, ডা. আশিক ও ডা. ফুয়াদ।

চিকিৎসা নিতে আসা আনোয়ারা খাতুন জানান, ‘চোখে সমস্যা ছিল, কিন্তু টাকা না থাকায় চিকিৎসা করাতে পারিনি। আজ ফ্রি ক্যাম্পে এসে ডাক্তার দেখালাম, অপারেশনের সুযোগও পেলাম। আল্লাহ যেন তাদের ভালো রাখেন।’

তিনি এমন উদ্যোগকে গরিবদের জন্য আশীর্বাদ বলে উল্লেখ করেন। 

আনোয়ার আলদীন বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দৃষ্টিশক্তি হারানো মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে এমন ক্যাম্প আরও আয়োজন করা হবে।’

আনোয়ার আলদীন দীর্ঘদিন ধরে পাইকগাছা অঞ্চলে বহুবিধ দাতব্য, কল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তার উদ্যোগে নির্মিত হয়েছে নান্দনিক জামে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, ক্লিনিক, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা।

উল্লেখযোগ্যভাবে, দীর্ঘ ৩০ বছর ধরে রাজনৈতিক দখলে থাকা প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ সরকারি নাছিরপুর খাল দখলমুক্ত করে স্থানীয় জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেন তিনি।

এ ছাড়াও প্রতি বছর শীতে শীতবস্ত্র বিতরণ, ঈদুল আজহায় কোরবানির পশুর মাংস প্রদান ও ঈদুল ফিতরে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ায় তুরস্কের পরিবহন মন্ত্রীকে জরিমানা
রাকসু নির্বাচনে অংশ নিতে ইসলামী ছাত্র আন্দোলনের মনোনয়ন ফরম সংগ্রহ
অন্ধ দলীয় রাজনীতির কারণে দেশে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে: ঢাবি উপাচার্য
চন্দনাইশে পানিতে ডুবে শিশুর মৃত্যু
যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইলের জবাবের অপেক্ষায় কাতার
জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে 
চট্টগ্রামে ৪ বছর আগে পুত্রবধূ হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই
১০