গণঅভ্যুত্থান পরবর্তী লুটপাট রুখে দিতে খুলনার রাজপথে নেমেছিলেন শিক্ষার্থীরা

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:৩৫
লুটপাট রুখে দিতে খুলনার রাজপথে নেমেছিলেন শিক্ষার্থীরা। ছবি : বাসস

 মুহাম্মদ নূরুজ্জামান

খুলনা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): দীর্ঘ ৩৬ দিনের আন্দোলন শেষে হাসিনা সরকারের পতনের পর ঘরে ফেরেন ছাত্রজনতা। কিন্তু জয়ের পথ অর্জিত হলেরও দেশজুড়ে শুরু হয় লুটপাট ও অরাজকতা। গণঅভ্যুত্থান পরবর্তী এই অরাজকতা ও লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চব্বিশের ৬ আগস্ট রাজপথে নেমেছিলেন। 

কয়েকটি গ্রুপে ভাগ হয়ে খুলনার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষদের সচেতন করে তোলার প্রচেষ্টা চালান তারা। শিক্ষার্থীরা মসজিদে মাইকিং করেন এবং এলাকায় টহল দিয়ে সকল ধর্মীয় স্থান এবং মালামাল রক্ষার্থে সাধারণ মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগ থেকে কয়েকটি মাইক্রোবাস প্রদান করা হয় টহল কাজ সম্পন্ন করার জন্য। এছাড়াও, শিক্ষার্থীরা নিজেদের মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন স্থানে টহল দেন। টহল কার্যক্রমে শিক্ষার্থীরা মন্দির এবং অন্যান্য ধর্মীয় স্থানগুলোতে উপস্থিত থেকে সাধারণ মানুষদের প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকাভিত্তিক এসোসিয়েশনের শিক্ষার্থীরা যারা নিজ নিজ এলাকায় অবস্থান করেন তাদেরকে ধর্মীয় স্থান প্রতিরোধ করার জন্য সক্রিয় থাকতে বলা হয়। শিক্ষার্থীদের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের এই টহল কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি এনে দেয় এবং সকল ধর্মীয় স্থান এবং সম্পত্তির সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলন খুলনা মহানগর উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ বাসসকে বলেন, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল উত্তপ্ত ও ভঙ্গুর। আওয়ামী লীগের ছত্রছায়ায় বেড়ে ওঠা কিছু সন্ত্রাসী গোষ্ঠী ক্রমেই উগ্র ও সহিংস হয়ে ওঠে। তারা ক্ষমতা ও আধিপত্যের লড়াইয়ে লিপ্ত হয়ে পড়ে। বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে স্বাধীনতাকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করতে থাকে। 

তিনি বলেন, এ সময় দেশব্যাপী ছাত্র সমাজের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে যা দেশে আগে কখনো দেখা যায়নি। শহরের রাস্তাগুলোতে  যখন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিল, তখন শিক্ষার্থীরাই এগিয়ে আসে স্বেচ্ছাসেবী টহল বাহিনী গঠনে। তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থকে বিসর্জন দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শহরের শান্তি রক্ষা করতে কার্যক্রম চালান।

মিনহাজুল আবেদীন সম্পদ জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে ‘রেজিস্ট্যান্স উইক’ পালন করেন। তাদের উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়ানো। একইসঙ্গে আওয়ামী লীগের ছত্রছায়ায় বেড়ে ওঠা সন্ত্রাসীদের অপরাধের বিচার দাবি করা। চব্বিশের ৬ আগস্ট থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা গণঅভ্যুত্থান পরবর্তী সহিংসতা, অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেন। 


রেজিস্ট্যান্স উইকের মূল উদ্দেশ্য ছিল দেশের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা রক্ষার লক্ষ্যে জনমত তৈরি করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। শিক্ষার্থীরা পোস্টার, ব্যানার ও সচেতনতামূলক লিফলেটের মাধ্যমে স্বৈর শাসন ব্যবস্থার অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে থাকেন। এতে তারা গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায়বিচারের পক্ষে জোরালো আওয়াজ তোলেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীরা একত্রিত হয়ে দাবি জানান, যারা জনগণের বিরুদ্ধে সহিংস কার্যকলাপে লিপ্ত, তাদের বিচার করতে হবে। 

সন্ত্রাসীদের শাস্তির দাবি জানিয়ে শিক্ষার্থীরা জাতিকে আশ্বস্ত করতে চেয়েছেন যে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব এবং সুশাসন প্রতিষ্ঠায় সকলের একযোগে কাজ করা দরকার। শিক্ষার্থীদের এই রেজিস্ট্যান্স উইক তাদের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের প্রমাণ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ায় তুরস্কের পরিবহন মন্ত্রীকে জরিমানা
রাকসু নির্বাচনে অংশ নিতে ইসলামী ছাত্র আন্দোলনের মনোনয়ন ফরম সংগ্রহ
অন্ধ দলীয় রাজনীতির কারণে দেশে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে: ঢাবি উপাচার্য
চন্দনাইশে পানিতে ডুবে শিশুর মৃত্যু
যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইলের জবাবের অপেক্ষায় কাতার
জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে 
চট্টগ্রামে ৪ বছর আগে পুত্রবধূ হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই
১০