শেরপুর সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:৪০

শেরপুর, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার নালিতাবাড়ী উপজেলায় আজ সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় দেড়কোটি টাকা মূল্যমানের মোবাইলের যন্ত্রাংশ-সহ ভারতীয় মালামাল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার ভোর ৬ টায় নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্তে অভিযানকালে এসব মালামাল জব্দ করা হয়।

আজ বুধবার দুপুর ২ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)- এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কায়দায় ভারতের তৈরী মোবাইল ফোনের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ পাচার করছে- গোপন সূত্রে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৯ বিজিবি’র টহল দল। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তাভর্তি চোরাই মালামাল ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে দুইহাজার ৫৭২ পিস বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয় এবং অবৈধ মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত ইয়ামাহা ব্র্যান্ডের একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড়কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, জব্দকৃত সকল মালামাল বিধি অনুসারে কাষ্টমস-এর কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিমসটেকের সঙ্গীত উৎসবে সাংস্কৃতিক ঐতিহ্যের ঝলক
বেক্সিমকো ফার্মা পরিদর্শন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ ও আনিসুজ্জামানের
জনশৃঙ্খলা রক্ষায় প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
৭৮ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
দেশের অর্থনীতি ধ্বংসপ্রায় অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে: অর্থ উপদেষ্টা
বান্দরবানে শিশুদের মধ্যে গাছের চারা বিতরণ
চুপ কর, কথা বললেই গুলি করে দেব বলে হুমকি পুলিশের : নাহিদুল ইসলাম
জুলাইয়ে সেরা দৌড়ে গিল, স্টোকস, মুল্ডার
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিছিল 
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে চোরাই পণ্য জব্দ
১০