শেরপুর সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:৪০

শেরপুর, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার নালিতাবাড়ী উপজেলায় আজ সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় দেড়কোটি টাকা মূল্যমানের মোবাইলের যন্ত্রাংশ-সহ ভারতীয় মালামাল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার ভোর ৬ টায় নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্তে অভিযানকালে এসব মালামাল জব্দ করা হয়।

আজ বুধবার দুপুর ২ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)- এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কায়দায় ভারতের তৈরী মোবাইল ফোনের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ পাচার করছে- গোপন সূত্রে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৯ বিজিবি’র টহল দল। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তাভর্তি চোরাই মালামাল ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে দুইহাজার ৫৭২ পিস বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয় এবং অবৈধ মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত ইয়ামাহা ব্র্যান্ডের একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড়কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, জব্দকৃত সকল মালামাল বিধি অনুসারে কাষ্টমস-এর কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু 
যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩ 
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
১০