শেরপুর সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:৪০

শেরপুর, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার নালিতাবাড়ী উপজেলায় আজ সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় দেড়কোটি টাকা মূল্যমানের মোবাইলের যন্ত্রাংশ-সহ ভারতীয় মালামাল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার ভোর ৬ টায় নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্তে অভিযানকালে এসব মালামাল জব্দ করা হয়।

আজ বুধবার দুপুর ২ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)- এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কায়দায় ভারতের তৈরী মোবাইল ফোনের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ পাচার করছে- গোপন সূত্রে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৯ বিজিবি’র টহল দল। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তাভর্তি চোরাই মালামাল ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে দুইহাজার ৫৭২ পিস বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয় এবং অবৈধ মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত ইয়ামাহা ব্র্যান্ডের একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড়কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, জব্দকৃত সকল মালামাল বিধি অনুসারে কাষ্টমস-এর কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০