শেরপুর সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:৪০

শেরপুর, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার নালিতাবাড়ী উপজেলায় আজ সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় দেড়কোটি টাকা মূল্যমানের মোবাইলের যন্ত্রাংশ-সহ ভারতীয় মালামাল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার ভোর ৬ টায় নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্তে অভিযানকালে এসব মালামাল জব্দ করা হয়।

আজ বুধবার দুপুর ২ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)- এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কায়দায় ভারতের তৈরী মোবাইল ফোনের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ পাচার করছে- গোপন সূত্রে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৯ বিজিবি’র টহল দল। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তাভর্তি চোরাই মালামাল ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে দুইহাজার ৫৭২ পিস বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয় এবং অবৈধ মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত ইয়ামাহা ব্র্যান্ডের একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড়কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, জব্দকৃত সকল মালামাল বিধি অনুসারে কাষ্টমস-এর কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০