চাঁদপুরে ও,এম,এস কার্যক্রমের উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:৩৯
বুধবার চাঁদপুর জেলা সদর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিটি রোড কেন্দ্রে ও,এম,এস’র কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। ছবি : বাসস

চাঁদপুর, ৬ আগষ্ট, ২০২৫ (বাসস) : দীর্ঘ ১ মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো সরকার কর্তৃক পরিচালিত ও, এম, এসে’র কার্যক্রম।

আজ সকালে চাঁদপুর জেলা সদর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিটি রোড কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এসময় তিনি বলেন, কেউ একাধিকবার পন্য নিতে আসবেন না। অন্যকে নেয়ার সুযোগ করে দিবেন। আপনি একবার ৫ কেজি চাল নিয়ে আবার ৫ কেজি আটা নিলেন। এতে করে আরেকজন হতদরিদ্র বঞ্চিত হবে। এ ধরনের অন্যায় আপনারা করবেন না। সুষ্ঠভাবে কার্যক্রম পরিচালনার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আ. রহমান খান, খাদ্য পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম, তদারকি কর্মকর্তা আ. মমিন মিজি, জেলা বিএনপির সদস্য টিপু সুলতান খান প্রমুখ।

বিটি রোড কেন্দ্রের রায় স্টোরের মালিক ও ডিলার সুকুমার রায় বলেন, প্রতিদিন ৫ কেজি চাল ও ৫ কেজি আটা করে মোট ১৫০ জনের মাঝে নিয়ম অনুসারে দেয়া হচ্ছে। জনপ্রতি দিনে একবারই পন্য নিতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০