নড়াইলে শিশু হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:৪৩

নড়াইল, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): নড়াইলের লোহাগড়ায় তিন বছরের শিশু কন্যাকে হত্যার দায়ে সৎ মা জোবাইদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জোবাইদা কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর দ্বিতীয় স্ত্রী।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল হক তথ্য নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে শিশু  নুসরাত জাহান রোজা কান্নাকাটি করলে জোবাইদা তাকে শ্বাসরোধ করে হত্যা করে কম্বল দিয়ে পেঁচিয়ে ঘরের বারান্দায় খাটের উপর শুইয়ে রাখেন। দাদা খায়ের কাজী বাইরে থেকে বাড়িতে এসে গোসল করানোর জন্য নুসরাতকে ডাকাডাকি করতে থাকেন। তখন তখন দাদি পান্না বেগম বারান্দায় গিয়ে নুসরাতকে মৃত্যু অবস্থায় দেখতে পান। 

পরিবারের লোকজন খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নুসরাতের বাবা সজীব কাজী ও জোবাইদাকে আটক করে। জিজ্ঞাসাবাদে পুলিশ নুসরাত হত্যাকাণ্ডে জোবাইদার সম্পৃক্ততা পায়।

পরে নুসরাতের দাদা খায়ের কাজী জোবাইদাকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে জোবাইদাকে দায়ী করে আদালতে চার্জশিট দাখিল করে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০