নড়াইলে শিশু হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:৪৩

নড়াইল, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): নড়াইলের লোহাগড়ায় তিন বছরের শিশু কন্যাকে হত্যার দায়ে সৎ মা জোবাইদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জোবাইদা কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর দ্বিতীয় স্ত্রী।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল হক তথ্য নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে শিশু  নুসরাত জাহান রোজা কান্নাকাটি করলে জোবাইদা তাকে শ্বাসরোধ করে হত্যা করে কম্বল দিয়ে পেঁচিয়ে ঘরের বারান্দায় খাটের উপর শুইয়ে রাখেন। দাদা খায়ের কাজী বাইরে থেকে বাড়িতে এসে গোসল করানোর জন্য নুসরাতকে ডাকাডাকি করতে থাকেন। তখন তখন দাদি পান্না বেগম বারান্দায় গিয়ে নুসরাতকে মৃত্যু অবস্থায় দেখতে পান। 

পরিবারের লোকজন খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নুসরাতের বাবা সজীব কাজী ও জোবাইদাকে আটক করে। জিজ্ঞাসাবাদে পুলিশ নুসরাত হত্যাকাণ্ডে জোবাইদার সম্পৃক্ততা পায়।

পরে নুসরাতের দাদা খায়ের কাজী জোবাইদাকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে জোবাইদাকে দায়ী করে আদালতে চার্জশিট দাখিল করে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু 
যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩ 
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
১০