নড়াইলে শিশু হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:৪৩

নড়াইল, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): নড়াইলের লোহাগড়ায় তিন বছরের শিশু কন্যাকে হত্যার দায়ে সৎ মা জোবাইদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জোবাইদা কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর দ্বিতীয় স্ত্রী।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল হক তথ্য নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে শিশু  নুসরাত জাহান রোজা কান্নাকাটি করলে জোবাইদা তাকে শ্বাসরোধ করে হত্যা করে কম্বল দিয়ে পেঁচিয়ে ঘরের বারান্দায় খাটের উপর শুইয়ে রাখেন। দাদা খায়ের কাজী বাইরে থেকে বাড়িতে এসে গোসল করানোর জন্য নুসরাতকে ডাকাডাকি করতে থাকেন। তখন তখন দাদি পান্না বেগম বারান্দায় গিয়ে নুসরাতকে মৃত্যু অবস্থায় দেখতে পান। 

পরিবারের লোকজন খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নুসরাতের বাবা সজীব কাজী ও জোবাইদাকে আটক করে। জিজ্ঞাসাবাদে পুলিশ নুসরাত হত্যাকাণ্ডে জোবাইদার সম্পৃক্ততা পায়।

পরে নুসরাতের দাদা খায়ের কাজী জোবাইদাকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে জোবাইদাকে দায়ী করে আদালতে চার্জশিট দাখিল করে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিমসটেকের সঙ্গীত উৎসবে সাংস্কৃতিক ঐতিহ্যের ঝলক
বেক্সিমকো ফার্মা পরিদর্শন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ ও আনিসুজ্জামানের
জনশৃঙ্খলা রক্ষায় প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
৭৮ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
দেশের অর্থনীতি ধ্বংসপ্রায় অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে: অর্থ উপদেষ্টা
বান্দরবানে শিশুদের মধ্যে গাছের চারা বিতরণ
চুপ কর, কথা বললেই গুলি করে দেব বলে হুমকি পুলিশের : নাহিদুল ইসলাম
জুলাইয়ে সেরা দৌড়ে গিল, স্টোকস, মুল্ডার
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিছিল 
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে চোরাই পণ্য জব্দ
১০