নাটোরে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:৪৭
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ। ছবি : বাসস

নাটোর, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরে বিজয় মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপশহর এলাকা থেকে বর্ণাঢ্য বিজয় মিছিল বের করা হয়। মিছিলের উদ্বোধন করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপশহরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা বিএনপি’র আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী প্রমুখ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দেশের জনগণের সোচ্চার হওয়ার এক গৌরবময় অধ্যায়। আমরা সেই দিনের আত্মত্যাগ ও চেতনা স্মরণ করে সামনে এগিয়ে যেতে চাই। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০