বাগেরহাটে মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির মতবিনিময়

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:৪৭
জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বুধবার নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

বাগেরহাট, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আজ দুপুরে নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অনুমোদন প্রাপ্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এমডি আকবর আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা অংশ গ্রহন করেন।

এ সভায় বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ন আহবায়ক সুন্দরবন সাবসেক্টরের যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম আফজাল হুসাইন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল কবির, বীর মুক্তিযোদ্ধা আবুন হানিফ শেখ, শেখ মো. মশিউর রহমান, শেখ জারজিছ আলম, মহব্বৎ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের স্বার্থে মুক্তিযোদ্ধারা সব সময় ঐক্যবদ্ধ ছিল। আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে বলে জানান।

নবনির্বাচিত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর আজাদ বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল জুলাই শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত আজকের ফ্যসিবাদ মুক্ত বাংলাদেশ।

গত ৫ আগস্ট ২০২৪ এর পর এই প্রথম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এই কমিটি অনুমোদন দেয়। ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে ২৯ জুলাই ২০২৫।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০