কর্ণফুলী নদীতে কোস্টগাডের্র অভিযানে ইয়াবা ও সয়াবিনসহ আটক ১

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:৫৩

চট্টগ্রাম, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার কর্ণফুলী নদী থেকে ৪০০ পিস ইয়াবা ও ৭২০ কেজি সয়াবিন দানাসহ দিদার হোসেন (২৭) নামে একজনকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১টায় কর্ণফুলী নদীর সিইউএফল ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক দিদার হোসেন কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহ মিরপুর এলাকার মো. ইউসুফের ছেলে।

তিনি বলেন, গতকাল রাতে কর্ণফুলী নদীর সিইউএফল ঘাট সংলগ্ন এলাকায় কয়েকটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি দ্রুত পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে সেটিকে আটক করে তল্লাশি চালিয়ে ২ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ৪০০ পিস ইয়াবা ও ৭২০ কেজি সয়াবিনের দানা জব্দ করা হয়। জব্দ করা মালামাল এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদক পাচার রোধে ভবিষ্যতেও কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিমসটেকের সঙ্গীত উৎসবে সাংস্কৃতিক ঐতিহ্যের ঝলক
বেক্সিমকো ফার্মা পরিদর্শন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ ও আনিসুজ্জামানের
জনশৃঙ্খলা রক্ষায় প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
৭৮ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
দেশের অর্থনীতি ধ্বংসপ্রায় অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে: অর্থ উপদেষ্টা
বান্দরবানে শিশুদের মধ্যে গাছের চারা বিতরণ
চুপ কর, কথা বললেই গুলি করে দেব বলে হুমকি পুলিশের : নাহিদুল ইসলাম
জুলাইয়ে সেরা দৌড়ে গিল, স্টোকস, মুল্ডার
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিছিল 
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে চোরাই পণ্য জব্দ
১০