চট্টগ্রাম, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ২৫ বছর পর হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জসিম উদ্দিন (৪৫)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার বেতাগী ইউনিয়নের ঢেমিরছড়া এলাকার বাসিন্দা।
বুধবার (৬ আগস্ট) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামি জসিম উদ্দিনের বিরুদ্ধে ২০০০ সালে রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) রাতে রাঙ্গুনিয়া থানার বেতাগী গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে পলাতক এই আসামিকে দীর্ঘ ২৫ বছর পর গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনী ব্যবস্থা নিতে আসামিকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।