গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে কিশোরগঞ্জে বিএনপির বিজয় র‌্যালি

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৭:০১
ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ওগণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে কিশোরগঞ্জে বিএনপির বিজয় র‌্যালি । ছবি : বাসস র‌্যালি

কিশোরগঞ্জ, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ও গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জে এক বিশাল বিজয় র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি।

আজ বুধবার দুপুরে জেলা, উপজেলা, পৌর এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রা গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথখোলা দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। 

র‌্যালিতে জেলার প্রত্যন্ত গ্রাম, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মীর ঢল নামে। “ওয়াসিম, সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। 

র‌্যালি শেষে জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের দমন-নিপীড়ন সহ্য করে ছাত্রজনতার আন্দোলন অবশেষে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে। এই আন্দোলনে অসংখ্য প্রাণ উৎসর্গ হয়েছে, শত শত পরিবার হারিয়েছে তাদের প্রিয়জন। বক্তারা শহীদদের স্মরণ করে তাদের রক্তের ঋণ শোধে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিমসটেকের সঙ্গীত উৎসবে সাংস্কৃতিক ঐতিহ্যের ঝলক
বেক্সিমকো ফার্মা পরিদর্শন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ ও আনিসুজ্জামানের
জনশৃঙ্খলা রক্ষায় প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
৭৮ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
দেশের অর্থনীতি ধ্বংসপ্রায় অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে: অর্থ উপদেষ্টা
বান্দরবানে শিশুদের মধ্যে গাছের চারা বিতরণ
চুপ কর, কথা বললেই গুলি করে দেব বলে হুমকি পুলিশের : নাহিদুল ইসলাম
জুলাইয়ে সেরা দৌড়ে গিল, স্টোকস, মুল্ডার
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিছিল 
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে চোরাই পণ্য জব্দ
১০