নেত্রকোণা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম-এর সহযোগিতায় নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় ১৫ শ’ দেশীয় প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের লেকপাড়ে এ চারা রোপন কর্মসূচী উদ্বোধন করেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম।
এ সময় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম- এর বিভাগীয় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ড. মোহাম্মদ জাকির হোসেন, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. আনিছা পারভীন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. হারুন অর রশীদ- সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।