জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঠাকুরগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৭:১২
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঠাকুরগাঁওয়ে আনন্দ মিছিল বিএনপির । ছবি : বাসস

ঠাকুরগাঁও, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি। 

আজ বুধবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিশাল আনন্দ মিছিলটি বের করা হয়। এটি পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ প্রদক্ষিণ করে জেলা স্কুল বড় মাঠে গিয়ে শেষ হয়। 

মিছিলে অংশ ৫০ হাজারের বেশি নেতাকর্মী অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বিজয় মিছিলটি উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। মিছিল শেষে  সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী। 

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিখ আদনান, বিএনপি নেতা চৌধুরী মো. মাহেবুল্লাহ আবু নুর, মাহবুব হোসেন তুহিন ও ছাত্রদল নেতা মো. কায়েস।

এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক। এই আন্দোলনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছে। সামনের পথে ঐক্যই আমাদের প্রধান শক্তি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জনের প্রস্তুতি
বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা 
দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল
কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব
ঢাক-ঢোল বাজিয়ে চট্টগ্রামে প্রতিমা বিসর্জন, পতেঙ্গা সৈকতে মানুষের ঢল
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
দিনাজপুরে দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সিঁদুর খেলে মহোৎসব উদযাপন
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, সীতাকুণ্ডে মা-মেয়ে নিহত 
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ৯৮৩ জন
১০