মুন্সীগঞ্জ, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, খাদ্য সামগ্রী সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৩ বানিজ্যিক প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অদিদপ্তর।
আজ বুধবার দুপুর ৩ টায় টংগিবাড়ী উপজেলার আড়িয়ল বাজারে অভিযানকালে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। সহযোগিতায় ছিলেন, টংগিবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মুন্সীগঞ্জ শাখা কার্যালয় সূত্রে জানা যায়, মনিটরিংকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং প্রদর্শনের দায়ে কাজী মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ এবং প্রদর্শনের দায়ে আনোয়ার স্টোরকে ৫ হাজার এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় কুদ্দুস স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।