গোপালগঞ্জ, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫০ শিশু শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার উপজেলার তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এ ব্যাগ তুলে দেন ইউএনও মো. মাসুম বিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, সহকারী শিক্ষা কর্মকর্তা বাসুদেব বিশ্বাস, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক অধিকারী বলেন, স্কুলে অনেকে ছেঁড়া ব্যাগ নিয়ে আসতো। আবার অনেকের ব্যাগ ছিল না। নতুন ব্যাগ পেয়ে খুশি শিক্ষার্থীরা। এ উদ্যোগ শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সহায়ক হিসেবে কাজ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ বলেন, প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং পড়ালেখায় আগ্রহ বাড়াতে এ সহায়তা দেওয়া হয়েছে। শিক্ষা উপকরণ বিতরণের এই উদ্যোগ একটি চলমান প্রক্রিয়ার অংশ। ভবিষ্যতে এটি আরও বড় আকারে বাস্তবায়ন করা হবে।