সুন্দরবন, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার সাতক্ষীরা রেঞ্জে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।
আজ বুধবার দুপুরে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের জনৈক সন্তোষ মন্ডলের বাড়ির পুকুর থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে বনবিভাগের সদস্যরা হরিণটি পুনরায় সুন্দরবনে অবমুক্ত করেন।
সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ওসি নির্মল কুমার মন্ডল জানান, স্থানীয়রা হরিণটি উদ্ধার করে তাদের হাতে তুলে দেন। এরপর তারা হরিণটি তাদের অফিসে নিয়ে আসেন। শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করে হরিণটি সুন্দরবনের অবমুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, হরিণটি লোকালয়ে আসার পিছনে চোরা শিকারীরা জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হবে।