চট্টগ্রামে অস্বাস্থ্যকর খাবার তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৮:০৩
ছবি : বাসস

চট্টগ্রাম, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : নগরীর এনায়েত বাজার এলাকায় ‘তোফা ফুড প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ক্ষতিকারক কেমিক্যাল ও রং ব্যবহারসহ নানা অপরাধের দায়ে এই জরিমানা করা হয়।

আজ বুধবার চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এনায়েত বাজার বাটালি রোডে এই অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, ওই বেকারিতে তেলাপোকার অবাধ বিচরণ, খাদ্য প্রস্তুত স্থানে ইঁদুরের বাসা, অস্বাস্থ্যকর পরিবেশ, কেমিক্যাল ও মেয়াদোত্তীর্ণ রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণও চালানো হচ্ছিল।

এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে সব অসংগতি দ্রুত দূর করতে নির্দেশনা দিয়ে সতর্ক করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আজিজ গ্রেফতার
হাবিপ্রবিতে ফলমুল ও সবজি গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালা 
শেখ হাসিনা-শেখ রেহানার দুর্নীতির ৩ মামলায় ৩ জনের সাক্ষ্য
উত্তর কোরিয়ার নেতা বেইজিং-এ অনুষ্ঠেয় কুচকাওয়াজে যোগ দেবেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্সে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি 
কিয়েভে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪
ঠাকুরগাঁওয়ে জলবায়ু সহনশীল কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা
শীর্ষ সম্মেলন ও সামরিক প্রদর্শনীর মাধ্যমে অপশ্চিমা জোট জোরদার করবে চীন
নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও মাছ উদ্ধার, আটক ৩১৫
গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন
১০