চট্টগ্রামে অস্বাস্থ্যকর খাবার তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৮:০৩
ছবি : বাসস

চট্টগ্রাম, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : নগরীর এনায়েত বাজার এলাকায় ‘তোফা ফুড প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ক্ষতিকারক কেমিক্যাল ও রং ব্যবহারসহ নানা অপরাধের দায়ে এই জরিমানা করা হয়।

আজ বুধবার চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এনায়েত বাজার বাটালি রোডে এই অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, ওই বেকারিতে তেলাপোকার অবাধ বিচরণ, খাদ্য প্রস্তুত স্থানে ইঁদুরের বাসা, অস্বাস্থ্যকর পরিবেশ, কেমিক্যাল ও মেয়াদোত্তীর্ণ রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণও চালানো হচ্ছিল।

এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে সব অসংগতি দ্রুত দূর করতে নির্দেশনা দিয়ে সতর্ক করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জনের প্রস্তুতি
বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা 
দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল
কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব
ঢাক-ঢোল বাজিয়ে চট্টগ্রামে প্রতিমা বিসর্জন, পতেঙ্গা সৈকতে মানুষের ঢল
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
দিনাজপুরে দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সিঁদুর খেলে মহোৎসব উদযাপন
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, সীতাকুণ্ডে মা-মেয়ে নিহত 
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ৯৮৩ জন
১০