চাঁদপুরে সাংবাদিক আসাদুজ্জামানের হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৩:৪৫
ছবি: বাসস

চাঁদপুর, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটের ভেতর প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার দ্রুত বিচারের দাবিতে জেলার সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় শহরের প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।

সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক বিএম হান্নান, শাহাদাত হোসেন শান্ত, সোহেল রুশদী, লক্ষণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, আল-ইমরান শোভন, আবদুল আউয়াল রুবেল, মোশারফ হোসেন লিটন, মোরশেদ আলম রোকন, তালহা জুবায়ের ও আলআমিন ভুঁইয়া।

প্রেসক্লাব ছাড়া মানববন্ধনে অংশগ্রহণ করে টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা ও চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন। আমরা এই হত্যায় জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবী জানাচ্ছি। সম্প্রতি সময়ে মব সৃষ্টি করে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আরো তৎপর হওয়া প্রয়োজন।

তারা আরো বলেন,দ্রুত বিচার ট্রাইবুন্যালে আসাদুজ্জামানের হত্যার বিচার করে জাতির সামনে দৃষ্টান্ত স্থাপন করা হউক। যাতে করে অপরাধীরা এই ধরণের ঘটনায় জড়িত হওয়ার সাহস না দেখাতে পারে। অন্যথায় সাংবাদিকরা আরো কঠোর কমর্সূচির হুঁশিয়ারি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ড ছড়ানোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ
ডিসেম্বরে ভারত সফরে যাবেন পুতিন
জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের
ক্যারিবিয়া অভিমুখী যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের পানামা খালে প্রবেশ
ঠাকুরগাঁওয়ে সিলিকা ফ্যাক্টরিতে ডাকাতি, গ্রেপ্তার ৬ 
ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ‘ব্যাপক আক্রমণ’ অব্যাহত : গভর্নর
ইন্দোনেশিয়ায় বিক্ষোভকারীদের দেয়া আগুনে ৩ জনের প্রাণহানি
রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা
তিন মাস পর ফের খুলছে সুন্দরবনের দুয়ার
নাটোরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
১০