খুলনা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর শাখার সাবেক সহ-সভাপতি শেখ সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ।
নাশকতা মামলায় গতরাতে সোনাডাঙ্গা থানা এলাকার আলীর ক্লাব সংলগ্ন হোটেল তাজমহল থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই নিশ্চিত করে বলেছেন, শেখ সাকিব গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তিনি নগরীর সোনাডাঙ্গা চার্চ রোডের শেখ আব্দুল জব্বারের ছেলে।
এসআই আরো জানান, সাকিব পালিয়ে থেকে সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাকে রিমান্ডের আবেদনসহ আদালতে তোলা হবে।