ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস): শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ‘স্বপ্ন’ একটি মডেল প্রকল্প হিসেবে কাজ করছে। এই প্রকল্পটি সফল হলে ভবিষ্যতের সারাদেশে ছড়িয়ে দেয়া হবে।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন’র পুষ্টি উন্নয়ন বিষয়ক ‘স্বপ্ন’ প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করতে সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে অবস্থিত হা-মীম গ্রুপের ক্রিয়েটিভ কালেকশন লিমিটেড কারখানা সরেজমিন পরিদর্শনকালে তিনি একথা বলেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মেরুদণ্ড; তাদের পুষ্টি নিশ্চিত করতে এই উদ্যোগ অন্যান্য শিল্পখাতেও সম্প্রসারণ করা প্রয়োজন।
পরিদর্শনকালে শ্রম সচিব কারখানার শ্রমিক, কর্মকর্তা ও মালিক পক্ষের সমন্বয়ে গঠিত পুষ্টি উন্নয়ন কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং প্রকল্পের সাফল্য ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
এ সময় তিনি প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ ‘পুষ্টি বন্ধু’ (শ্রমিক প্রতিনিধি)-এর সঙ্গেও কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা শোনেন।
সচিব বলেন, অনেক কারখানাতেই শ্রমিকরা পুষ্টিহীনতায় ভুগছে। কর্মের গতি বাড়ানোর জন্য তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রয়োজন মালিকদেরকে নিতে হবে। সরকার এক্ষেত্রে সহযোগিতা করতে পারে মাত্র।
পরে শ্রম সচিব কারখানার অভ্যন্তরে স্থাপিত ন্যায্যমূল্যের দোকান পরিদর্শন করেন। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন’র কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত দোকান থেকে শ্রমিকরা সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য পাচ্ছেন কিনা তা সরেজমিন প্রত্যক্ষ করেন।
অনুষ্ঠানে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুর জেলার কর্মকর্তাবৃন্দ, হা-মীম গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।