পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৬:৫৫
ছবি : বাসস

পিরোজপুর, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান পোদ্দারকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন পিরোজপুর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহিদ।

তিনি বলেন, ‘গত ৫ আগস্ট জুয়েল শেখ নামে এক ব্যক্তিকে মারধর ও তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আসে মারুফ পোদ্দারের বিরুদ্ধে। এছাড়াও ওই এলাকায় চাঁদাবাজিসহ বেশ কিছু অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সুনির্দিষ্ট অভিযোগে থানায় মামলা হলে পুলিশকে সঙ্গে নিয়ে আমরা তাকে গ্রেফতার করি।’

গতকাল শুক্রবার বিকেলে পিরোজপুর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহিদের নেতৃত্বে পিরোজপুর শহরে মারুফের মালিকানাধীন একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। এ অভিযানে সেনাবাহিনীর সঙ্গে পুলিশ সদস্যরাও ছিল। 

গতকাল শুক্রবার শহরের সিআই পাড়া এলাকার জুয়েল শেখ নামে এক বালু ব্যবসায়ী চাঁদাবাজির অভিযোগে মারুফসহ ৫ জনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মারুফ তার এলাকায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছিল। এ ঘটনায় মারুফকে তার পদ থেকে বহিষ্কার করা হয়। এতে দমে না গিয়ে সে নিয়মিত চাঁদাবাজি করে আসছিল।

মারুফ কিছুদিন ধরে জুয়েল এবং তার ব্যবসায়িক সহযোগী রিপনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এছাড়া প্রতি মাসে নিয়মিত তাদের কাছে আরো ১ লাখ টাকা চাঁদা দাবি করে সে। চাঁদা দিতে অস্বীকার করায় তাদেরকে মারধর ও খুন-জখমের হুমকি দিয়ে আসছিল মারুফ। 

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘চাঁদাবাজির মামলায় মারুফ পোদ্দারকে গ্রেফতার করা হয়েছে। আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগ উঠলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে একই বছরের ১০ আগস্ট মারুফসহ পিরোজপুর জেলা যুবদলের তিন নেতা ও জেলার ভান্ডারিয়া উপজেলার সদস্য সচিবকে দলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০