ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৭:১৪
আজ ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান। ছবি : বাসস

চট্টগ্রাম উত্তর, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন রোধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চেংগারকুল (পৌরসভা) ও কাঞ্চননগর ইউনিয়নের সেগুনবাগান এলাকায় অভিযান চালানো হয়।  

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাম্মদ নজরুল ইসলাম।

অভিযানকালে ২টি ড্রেজার মেশিন বিকল করা হয় এবং ১টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।

তবে অভিযানের খবর পেয়ে জড়িতরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তাই তাদের আটক করা সম্ভব হয়নি।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে তারা সিন্ডিকেট করে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাচারের সময় আটক গৌতম বুদ্ধের মূর্তিটি পরীক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানোর নির্দেশ
সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে : ডা. তাহের
পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার
গণঅভ্যুত্থানে আহত ও অসুস্থদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা 
জালিয়াতি করে ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল ছাড়ানোর চেষ্টায় একজন আটক
বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষা উপদেষ্টা
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ জারি
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বগুড়ায় গণশুনানি চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি : দুদক
১০