ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৭:১৪
আজ ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান। ছবি : বাসস

চট্টগ্রাম উত্তর, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন রোধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চেংগারকুল (পৌরসভা) ও কাঞ্চননগর ইউনিয়নের সেগুনবাগান এলাকায় অভিযান চালানো হয়।  

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাম্মদ নজরুল ইসলাম।

অভিযানকালে ২টি ড্রেজার মেশিন বিকল করা হয় এবং ১টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।

তবে অভিযানের খবর পেয়ে জড়িতরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তাই তাদের আটক করা সম্ভব হয়নি।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে তারা সিন্ডিকেট করে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান
চবিতে হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি ঢাবি সাদা দলের
নির্বাচনই দেশ বাঁচানোর একমাত্র উপায় : মির্জা ফখরুল
বিচার বিভাগে সংস্কার কর্মসূচির প্রায় ৮০ শতাংশ বাস্তবায়ন হয়েছে : প্রধান বিচারপতি
১০