ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৭:১৪
আজ ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান। ছবি : বাসস

চট্টগ্রাম উত্তর, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন রোধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চেংগারকুল (পৌরসভা) ও কাঞ্চননগর ইউনিয়নের সেগুনবাগান এলাকায় অভিযান চালানো হয়।  

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাম্মদ নজরুল ইসলাম।

অভিযানকালে ২টি ড্রেজার মেশিন বিকল করা হয় এবং ১টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।

তবে অভিযানের খবর পেয়ে জড়িতরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তাই তাদের আটক করা সম্ভব হয়নি।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে তারা সিন্ডিকেট করে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরের শিয়ালবাড়ি অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করবে বুয়েটের প্রতিনিধিদল
অবৈধ রাসায়নিক গুদাম নির্মাণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান
বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল
খুলনায় যৌথ বাহিনীর অভিযানে ওএমএসের আটাসহ গ্রেফতার ১
দীঘিনালার দিব্য রাজ কানন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন
কর পরিধি বাড়াতে শুল্ক ও ভ্যাট প্রশাসনের পুনর্গঠন এনবিআরের
দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
সিলেটের ৩ উপজেলায় বিএনপির গণসমাবেশ
ভেনিজুয়েলার বন্যায় ১৪ খনি শ্রমিকের প্রাণহানি
দুদকের অভিযানে স্বাস্থ্য, রাজউক ও খাদ্য খাতে অনিয়মের প্রমাণ
১০