জয়পুরহাট, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার দুপুরে শহরের প্রধান সড়কে শোভাযাত্রা করেন আদিবাসী সদস্যরা। র্যালি শেষে জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে তারা মানববন্ধন করেন।
এ সময় বাংলাদেশ আদিবাসক সংঘ, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশনসহ কয়েকটি সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ আদিবাসী সংঘের উপদেষ্টা বাচ্চু চন্দ্র মাহাতো, জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির সভাপতি রতন কুমার সিংহ, সাধারণ সম্পাদক স্বপন সিংহসহ অনেকে।
বক্তারা বলেন, আদিবাসীদের সমাজে আলাদা হিসাবে দেখা হয়। এতে আদিবাসীদের মান ক্ষুন্ন হয়। তাই আদিবাসী জনসাধারণকে সমাজের মূলধারার সঙ্গে এক করার দাবি জানাই আমরা।