পল্লী সঞ্চয় ব্যাংক গ্রামের মানুষের কাছে ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে : নূরে আলম

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৮:১০
শনিবার সিলেটে পল্লী সঞ্চয় ব্যাংকের বিভাগীয় পর্যায়ের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

সিলেট, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার পল্লী সঞ্চয় ব্যাংককে গ্রামীণ ব্যাংকের মতো ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আজ সিলেটে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে ব্যবস্থাপক সম্মেলনে তিনি বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক একদিন বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে ওঠবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিক চেষ্টা, তাদের পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটানো গেলে গ্রামের মানুষের কাছে এটি একটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে। গ্রামীণ ব্যাংকের মতো পরিচয় করানো গেলে এর অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না।

নুরে আলম তালুকদার আরও বলেন, ব্যাংকের বর্তমানে সাড়ে ১২ হাজার কোটি টাকার অ্যাসেট রয়েছে। আমাদের লক্ষ্য ২০২৭ সালে অ্যাসেট হবে ২৭ হাজার কোটি টাকা। এই জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণ, সঞ্চয় বাড়ানোর কর্মপরিকল্পনা এবং মনিটরিং বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

নগরের একটি অভিজাত হোটেলে সকাল থেকে সিলেট বিভাগের আওতাধীন শাখাসমূহের ২০২৪-২৫ অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়ন এবং ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এই সম্মেলন শুরু হয়। বিকেল চারটায় ২০২৩-২৪ অর্থবছরে পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই সম্মেলন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু এবং মহাব্যবস্থাপক মো. আলা উদ্দিন।

অনুষ্ঠানে শাখা তত্ত্বাবধান ও পরিদর্শন বিভাগের সিলেট বিভাগের মনিটরিং কর্মকর্তা এ এস এম নাহীদ আলীম, বোর্ড সচিব মুহাম্মদ আলী, জেলা (আঞ্চলিক) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার দত্ত, সিলেট বিভাগের সকল শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনে শাখাসমূহের কার্যক্রম পর্যালোচনা, মতবিনিময় এবং করণীয় নির্ধারণের পাশাপাশি অংশগ্রহণকারীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পরিচালক নুরে আলম তালুকদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০