শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেবে এনইউএসডিএফ 

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৮:২৬
কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেবে এনইউএসডিএফ । ছবি : বাসস

ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের আগে দক্ষ করে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিলড ডেভেলপমেন্ট ফোরাম (এনইউএসডিএফ)।

আজ শনিবার রাজধানীর ধানমণ্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এনইউএসডিএফ-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক (ভারপ্রাপ্ত) রাজ বিন কাসেম এবং এনইউএসডিএফ-এর প্রেসিডেন্ট রিয়াজ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

চুক্তি অনুযায়ী এনইউএসডিএফ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের চাকরিভিত্তিক কর্মদক্ষতা বাড়াতে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), ডেটা সায়েন্স, ওয়েব ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘উচ্চশিক্ষা গ্রহণের পর শিক্ষার্থীরা যাতে বেকার না থাকে, সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার, বিওয়াইএলসি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, কোয়ালিশন ডেভেলপমেন্ট কমিউনিকেশন সোসাইটি এবং ইউনিসেফ বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছে। এখন এর সঙ্গে যুক্ত হলো এনইউএসডিএফ।’

ড. আমানুল্লাহ আরো বলেন, ‘এনইউএসডিএফকে কাজ করতে হবে রাজধানীর বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোতে। এ সকল প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী কর্মদক্ষতার ওপর প্রশিক্ষণ দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের কাজে এনইউএসডিএফকে সহায়তা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়।’ এক্ষেত্রে এনইউএসডিএফ-এর কার্যক্রমে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার গৌতম বড়ুয়া, ইউনিসেফ বাংলাদেশের কনসালটেন্ট ইস্তানুল কবীর, এনইউএসডিএফ-এর ভাইস প্রেসিডেন্ট জাহিদুল হোসাইন এবং জেনারেল সেক্রেটারি তাফহীম আউয়াল মজুমদার প্রিসিলা উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা
নুরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি
কাকরাইলে সেনাবাহিনীর ৫ সদস্য আহত: আইএসপিআর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে কার্গো বোটসহ ৭ পাচারকারী আটক
ভিপি নূরের ওপর হামলার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
উত্তরায় জিয়ার আদর্শ ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় জামায়াত নেতাসহ নিহত ২
অভিযান চালিয়ে ৫শ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবনে মুক্তিপণের টাকা পরিশোধ করে লোকালয়ে ফিরেছে অপহৃত ৭ জেলে
ছাত্রশিবিরের আয়োজনে ১৩তম ইয়ুথ সামিট অনুষ্ঠিত
১০