শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেবে এনইউএসডিএফ 

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৮:২৬
কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেবে এনইউএসডিএফ । ছবি : বাসস

ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের আগে দক্ষ করে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিলড ডেভেলপমেন্ট ফোরাম (এনইউএসডিএফ)।

আজ শনিবার রাজধানীর ধানমণ্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এনইউএসডিএফ-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক (ভারপ্রাপ্ত) রাজ বিন কাসেম এবং এনইউএসডিএফ-এর প্রেসিডেন্ট রিয়াজ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

চুক্তি অনুযায়ী এনইউএসডিএফ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের চাকরিভিত্তিক কর্মদক্ষতা বাড়াতে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), ডেটা সায়েন্স, ওয়েব ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘উচ্চশিক্ষা গ্রহণের পর শিক্ষার্থীরা যাতে বেকার না থাকে, সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার, বিওয়াইএলসি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, কোয়ালিশন ডেভেলপমেন্ট কমিউনিকেশন সোসাইটি এবং ইউনিসেফ বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছে। এখন এর সঙ্গে যুক্ত হলো এনইউএসডিএফ।’

ড. আমানুল্লাহ আরো বলেন, ‘এনইউএসডিএফকে কাজ করতে হবে রাজধানীর বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোতে। এ সকল প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী কর্মদক্ষতার ওপর প্রশিক্ষণ দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের কাজে এনইউএসডিএফকে সহায়তা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়।’ এক্ষেত্রে এনইউএসডিএফ-এর কার্যক্রমে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার গৌতম বড়ুয়া, ইউনিসেফ বাংলাদেশের কনসালটেন্ট ইস্তানুল কবীর, এনইউএসডিএফ-এর ভাইস প্রেসিডেন্ট জাহিদুল হোসাইন এবং জেনারেল সেক্রেটারি তাফহীম আউয়াল মজুমদার প্রিসিলা উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন  যুব ও ক্রীড়া উপদেষ্টা
আগামীকাল বগুড়ায় দুদকের গণশুনানি
সিটিটিসির অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
গণ-অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেয়া যাবে না : ড. মঈন খান
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে: মির্জা ফখরুল
উত্তর কোরিয়া সীমান্ত থেকে মাইক সরিয়ে নিচ্ছে : সিউল সেনাবাহিনী
সাংবাদিক তুহিন হত্যা: আওয়ামী লীগ নেতার গেস্ট হাউস থেকে শহিদুল গ্রেফতার
পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি স্মরণ করল জাপান
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
বারিধারা পার্কে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার' উদ্বোধন
১০