নীলফামারীতে টেকসই উন্নয়ন ও নৈতিক শিক্ষার প্রসারে কর্মশালা

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৯:০০
আজ নীলফামারীতে টেকসই উন্নয়ন ও নৈতিক শিক্ষার প্রসারে কর্মশালা। ছবি : বাসস

নীলফামারী, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকাল ১০টা থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মু.আ. আউয়াল হাওলাদার।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক মো. হামিদুর রহমান। 

অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ-প্রকল্প পরিচালক নিত্য প্রকাশ বিশ্বাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি গৌতম চন্দ্র বণিক, প্রকল্প পরিচালক শ্রীকান্ত কুমার চন্দ, নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ প্রমুখ। 

এ কর্মশালায় অংশগ্রহকারীরা কেন্দ্রগুলোর মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন। 

দিনব্যাপী এ কর্মশালায় কেন্দ্র মনিটরিং কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও গণমাধ্যম প্রতিনিধিসহ মোট ১৫০ জন অংশগ্রহন করেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০