সিলেটে আড়াই কোটি টাকা মূল্যের চোরাই পণ্যসহ আটক দুই

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৯:৩৪

সিলেট, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : সিলেটের বিয়ানীবাজারে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ কসমেটিকস পণ্য জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, কানাইঘাটের সাতপারি গ্রামের সাইনুল হকের ছেলে জাহেদ আহমদ (২৪) এবং মইন উদ্দিনের ছেলে হাসান ইমরান (২০)।

আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে চেকপোস্টে তল্লাশিতে এসব পণ্যসহ তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, সীমান্তঘেঁষা জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সীমান্তের বিভিন্ন এলাকা থেকে পাথরের আড়ালে ভারতে উৎপাদিত এসব কসমেটিকস পণ্য চোরাই পথে আনা হচ্ছিল। তথ্য পেয়ে চারখাই এলাকার কসকটখা-লালপুর সেতুর ওপর পাথরবোঝাই ট্রাক তল্লাশি করে এসব পণ্য আটক করা হয়। ট্রাকে পাথরের নিচে ৭৪ কার্টন ‘স্কিনশাইন’ ও ২৮ কার্টন ‘আল্ট্রাব্রাইট’ নামক কথিত সৌন্দর্যবর্ধন ক্রিম পাওয়া যায়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উজ্জামান জানান, আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৪৩ লাখ ৮৪ হাজার টাকা। অবৈধ পণ্য পরিবহনের অভিযোগে ট্রাকটিও জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে  ৬০ জন আহত: সব পরীক্ষা স্থগিত
আগামীকাল কুয়েট দিবস, নানা কর্মসূচি গ্রহণ
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড মুস্তাফিজুরের
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য : তারেক রহমান
মালনীছড়া চা-বাগান হয়ে উঠছে গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র
গণতন্ত্রের বিকাশে যুক্তিবাদী প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত জরুরি : চসিক মেয়র 
চট্টগ্রামে বাস থেকে নামতে গিয়ে অটোরিকশার ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু
সাইফের প্রশংসায় সালাউদ্দিন
বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকীতে সিলেটে নানা কর্মসূচি
১০