সিরাজগঞ্জে ‘গণঅভ্যুথান’ দিবস উপলক্ষে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২০:০৫
ছবি: বাসস

সিরাজগঞ্জ, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে জেলা জাতীয়তাবাদী কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার’ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় জেলা সদরের শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা এ্যাপেক্স জুট মিল থেকে লাভলু বাবুল কম্পোজিট মিলস্ পর্যন্ত এ বৃক্ষ রোপণ করা হয়।

বৃক্ষ রোপণের পূর্বে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য  রুমানা মাহমুদ।

এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মতিয়ার রহমান আকন্দ- এর সভাপতিত্বে এ সমাবেশে জেলা কৃষক দলের সদস্য সচিব টি এম শাহাদত হোসেন ঠান্ডু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল নেওয়াজ তুহিন প্রমুখ বক্তব্য রাখেন। 

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক হজরত আলী, ফরহাদ হোসেন, সদর উপজেলা কৃষক দলের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজ প্রমুখ সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০