সিরাজগঞ্জে ‘গণঅভ্যুথান’ দিবস উপলক্ষে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২০:০৫
ছবি: বাসস

সিরাজগঞ্জ, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে জেলা জাতীয়তাবাদী কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার’ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় জেলা সদরের শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা এ্যাপেক্স জুট মিল থেকে লাভলু বাবুল কম্পোজিট মিলস্ পর্যন্ত এ বৃক্ষ রোপণ করা হয়।

বৃক্ষ রোপণের পূর্বে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য  রুমানা মাহমুদ।

এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মতিয়ার রহমান আকন্দ- এর সভাপতিত্বে এ সমাবেশে জেলা কৃষক দলের সদস্য সচিব টি এম শাহাদত হোসেন ঠান্ডু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল নেওয়াজ তুহিন প্রমুখ বক্তব্য রাখেন। 

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক হজরত আলী, ফরহাদ হোসেন, সদর উপজেলা কৃষক দলের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজ প্রমুখ সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরের শিয়ালবাড়ি অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করবে বুয়েটের প্রতিনিধিদল
অবৈধ রাসায়নিক গুদাম নির্মাণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান
বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল
খুলনায় যৌথ বাহিনীর অভিযানে ওএমএসের আটাসহ গ্রেফতার ১
দীঘিনালার দিব্য রাজ কানন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন
কর পরিধি বাড়াতে শুল্ক ও ভ্যাট প্রশাসনের পুনর্গঠন এনবিআরের
দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
সিলেটের ৩ উপজেলায় বিএনপির গণসমাবেশ
ভেনিজুয়েলার বন্যায় ১৪ খনি শ্রমিকের প্রাণহানি
দুদকের অভিযানে স্বাস্থ্য, রাজউক ও খাদ্য খাতে অনিয়মের প্রমাণ
১০