খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২০:৩৩
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ। ছবি : বাসস

খুলনা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, পরিবেশের সুরক্ষায় সামাজিক বনায়ন ও পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলতে হবে। 

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তোলা হবে। 

অধ্যাপক মাহফুজুর রহমান আজ খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসুচী পালন উপলক্ষে নগরীর খালিশপুর শিল্পাঞ্চলের বিআইডিসি সড়কের পাশে মহানগরীর নিজস্ব কার্যালয়ে শ্রমিকদের মধ্যে গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বুলবুল কবির, দপ্তর সম্পাদক আল হাফিজ সোহাগ, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জুনায়েদ। 

অন্তত একটি করে গাছ লাগাতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মহানগরী জামায়াতের আমীর বলেন, পরিবেশ সুরক্ষায় যা যা করণীয় শ্রমিক কল্যাণ ফেডারেশন সবই করবে। পরিবেশ দূষণমুক্ত, দারিদ্র্য বিমোচনে ও বেকারত্ব দূরীকরণে গাছ ভূমিকা রাখে। গাছ মানুষের পরম বন্ধু। গাছ আধুনিক খুলনার প্রাণশক্তি হিসেবে ভূমিকা রাখতে পারে। তাই প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব অন্তত একটি করে গাছ লাগানো। 

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং নগরবাসীকে নিরাপদ বাতাসের ছায়াতলে রাখার লক্ষ্যে শ্রমিকদের প্রাণপ্রিয় সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছরও সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অক্টোবরে অভিষেকের জন্য প্রস্তুত আফগান নারী শরণার্থী ফুটবল দল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪৪ কর্মী গ্রেফতার, ১৪টি ককটেল উদ্ধার 
ঢাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত
ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সাংবাদিকদের অধিকার আদায়ে আমৃত্যু লড়াই করেছেন রুহুল আমিন গাজী
বান্দরবানে বিজিবি’র শিক্ষা সামগ্রী ও মন্দিরে অনুদান প্রদান 
তাপসকে ফোনে হাসিনা : আমি বলছি যা যা পোড়াতে... ও সেতু ভবন পোড়াইছে
ইনুকে ফোনে হাসিনা: হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
কম খরচে বাংলাদেশি কর্মী নিতে মালয়েশিয়ার নিয়োগদাতাদের প্রতি বোয়েসেলের আহ্বান
১০