বঙ্গোপসাগরে ট্রলারডুবি : নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২০:৪৯

চট্টগ্রাম, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : বঙ্গোপসাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৮ জেলের মধ্যে ২ জনের মরদেহ ভেসে এসেছে। তাঁদের নাম আবুল কালাম ও ইদ্রিস।

শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় পতেঙ্গা ১৫ নম্বর ঘাট থেকে প্যানিনসুলার মাঝের স্থানে এ দুটি মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীয়রা।

নিহতের স্বজন মো. মিরাজুল ইসলাম বলেন, ‘আজ সাড়ে ৫টার দিকে মরদেহ দুটি ভেসে এসেছে। তার সহকর্মীরা দেখে শনাক্ত করেছেন এ লাশ দুটি আবুল কালাম ও ইদ্রিসের।’

চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশের ওসি মো. আরিফ বলেন, ‘পতেঙ্গা ১৫ নম্বর ঘাট ও প্যানিনসুলার মাঝামাঝি স্থানে মরদেহ ভেসে আসার সংবাদ পেয়েছি। এসআই সুমন দেব নাথসহ আমাদের একটি দল ঘটনাস্থলে গেছে।

ডুবে যাওয়া ট্রলারের মালিক মোহাম্মদ মিরাজ বলেন, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে ১৯ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয় আনিকা নামের ট্রলারটি। দুপুর ১২টার পর বঙ্গোপসাগরের পতেঙ্গা এলাকা পেরিয়ে গভীর সাগরের দিকে যাচ্ছিল।

এসময় পেছন থেকে অন্য একটি মাছ ধরার নৌযানের ধাক্কায় সেটি ডুবে যায়। পরে স্থানীয় একটি নৌযানে ১১ জন উঠে বেঁচে ফিরলেও বাকি ৮ জন নিখোঁজ ছিল। তাদের মধ্যে দুজনের লাশ ভেসে আসে আজ। নিখোঁজ জেলেদের সবাই নোয়াখালীর বাসিন্দা বলে তিনি জানান।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অক্টোবরে অভিষেকের জন্য প্রস্তুত আফগান নারী শরণার্থী ফুটবল দল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪৪ কর্মী গ্রেফতার, ১৪টি ককটেল উদ্ধার 
ঢাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত
ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সাংবাদিকদের অধিকার আদায়ে আমৃত্যু লড়াই করেছেন রুহুল আমিন গাজী
বান্দরবানে বিজিবি’র শিক্ষা সামগ্রী ও মন্দিরে অনুদান প্রদান 
তাপসকে ফোনে হাসিনা : আমি বলছি যা যা পোড়াতে... ও সেতু ভবন পোড়াইছে
ইনুকে ফোনে হাসিনা: হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
কম খরচে বাংলাদেশি কর্মী নিতে মালয়েশিয়ার নিয়োগদাতাদের প্রতি বোয়েসেলের আহ্বান
১০