সাংবাদিক তুহিন হত্যা: আওয়ামী লীগ নেতার গেস্ট হাউস থেকে শহিদুল গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২২:৫৪
ছবি : বাসস

কিশোরগঞ্জ, ৯ আগস্ট, ২০২৫ (বাসস): গাজীপুরে চাঞ্চল্যকর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শহীদুল ইসলামকে (২৮) কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খসরু ঠাকুরের গেস্ট হাউস থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ শনিবার সন্ধ্যায় এক প্রেস কনফারেন্সে র‌্যাব-১৪ কর্মকর্তা মো. আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার শহীদুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। সে গাজীপুর চৌরাস্তা এলাকার কবিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। 

র‌্যাব কর্মকর্তা জানান, শেরপুর জেলার নকলা থানার বাসিন্দা বাদশা নামে এক ব্যক্তি  গাজীপুরের ভোগড়া বাইপাসে বসবাস করে আসছেন। ঘটনার দিন গাজীপুর ইবিএল এটিএম বুথ চান্দনা চৌরাস্তা থেকে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা কয়েকজন লোক দেশীয় অস্ত্র দিয়ে বাদশাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। ঘটনাটি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভিডিও চিত্রধারণের সময় শহীদুল ইসলাম ও তার  সহযোগীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তুহিনকে ধাওয়া করে। এ সময় তুহিন জীবন রক্ষার্থে দৌড় দেয়। বাসন থানার চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটে রুহুল আমীনের চায়ের দোকানের সামনে পৌঁছলে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে পালিয়ে যায়। এরপর নিহত তুহিনের বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি শহিদুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা সদরের পুরান বাজারের ‘তালুকদার ঠাকুর গেস্ট হাউজ’ এ  অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এই গেস্ট হাউসের মালিক ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খসরু ঠাকুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে শহিদুল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল বগুড়ায় দুদকের গণশুনানি
সিটিটিসির অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
গণ-অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেয়া যাবে না : ড. মঈন খান
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে: মির্জা ফখরুল
উত্তর কোরিয়া সীমান্ত থেকে মাইক সরিয়ে নিচ্ছে : সিউল সেনাবাহিনী
সাংবাদিক তুহিন হত্যা: আওয়ামী লীগ নেতার গেস্ট হাউস থেকে শহিদুল গ্রেফতার
পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি স্মরণ করল জাপান
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
বারিধারা পার্কে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার' উদ্বোধন
বরিশাল বিভাগে ২১ আসনে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস
১০