রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪জনের একজন মারা গেছেন

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১২:৫১
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

লক্ষ্মীপুর, ১০ আগস্ট ২০২৫(বাসস): জেলার রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেন (৩৫) মৃত্যুবরণ করেন। 

নিহত আমজাদ হোসেন রায়পুর উপজেলার চরবানছি এলাকার সৈয়দ আহমদের পুত্র। তিনি পেশায় জেলে।  রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, আমজাদ হোসেন গত তিনদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া অন্য তিনজনের অবস্থাও আশংকাজনক। অন্য দগ্ধরা হলেন  ফারুক হোসেন (৪০), আবুল খায়ের (৩২) ও গনি খাঁ (৫০)। ফারুকের ৪৫ শতাংশ, আবুল খায়েরের ৩৫ শতাংশ এবং গনি খাঁর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি জানান, আমজাদ হোসেনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রামগতির মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে নদীতে নৌকায় রান্না করছিলেন জেলেরা। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে নৌকায় থাকা ৬ জেলে অগ্নিদগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চারজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে গতকাল শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেন মারা যান। অন্য দগ্ধরা এখনো চিকিৎসাধীন আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবাননে হিজবুল্লাহর অবস্থানে বিস্ফোরণে ৬ সৈন্য নিহত
বাগেরহাটে টিসিবি’র পণ্য বিক্রি শুরু
গাজায় যুদ্ধ সম্প্রসারণের বিরুদ্ধে তেল আবিবে হাজারো মানুষের বিক্ষোভ
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক 
কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
টঙ্গীতে মাথাবিহীন লাশ উদ্ধার: হত্যাকারীসহ ৩ জন গ্রেফতার
ট্রাম্প-পুতিন বৈঠকের আগে রাশিয়ার ওপর আরও ‘চাপ’ বাড়ানোর আহ্বান
রংপুরে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ৪র্থ বর্ষপূর্তি পালন
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে আধুনিক কমপ্লেক্স নির্মাণ করা হবে : ধর্ম উপদেষ্টা
১০