সিরাজগঞ্জে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৩:৫৯
ছবি: বাসস

সিরাজগঞ্জ, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : স্থাপিত হওয়ার পর দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করা হলেও এবার উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের হাটিকুমরুল এলাকায় মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

আজ রোববার বেলা পৌনে ১১টার দিক থেকে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। এসময় ঢাকা-উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ হয়ে দুপাশে যানজটের সৃষ্টি হয়। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ছাড়াও স্থানীয় জামায়াতে নেতৃবৃন্দ ও শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম।

এসময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০